এবারের কলকাতা লিগেও (Calcutta Football League ) যথেষ্ট ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের প্রথম ম্যাচ থেকে শুরু করে এবারের সুপার সিক্সের লড়াইয়ে ও যথেষ্ট ছন্দে রয়েছে কলকাতার এই তৃতীয় প্রধান। মাঝে গ্রুপ পর্বের ম্যাচে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হলেও আজ সুপার সিক্সের লড়াইয়ে ডায়মন্ডহারবার এফসিকে পরাজিত করে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। এছাড়াও গত ১৭ তারিখ খিদিরপুর ও ২০ তারিখ ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নেই সাদা-কালো ব্রিগেড।
প্রথম ম্যাচে খিদিরপুরকে ৫ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডেভিডের কাঁধে ভর করেই ২-১ গোলের ব্যবধানে শক্তিশালী ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে পরাজিত করে মহামেডান। অন্যদিকে, গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকলেও রেডরোডের এই ফুটবল দলের কাছে হেরে ভেঙে যায় সেই রেকর্ড। তারপর আজ প্রিমিয়ার ডিভিশন লিগের এই অতি গুরুত্বপূর্ণ রাউন্ডে এসে ডায়মন্ডহারবার বধ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল তুলে নেয় মহামেডান। গোলদাতা লাল-হলুদের প্রাক্তন তারকা আঙ্গুসানা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান ডেভিড। নির্ধারিত সময়ের শেষে সেই ২-০ গোলেই আসে জয়।
এবারের আগামী কয়েকদিনের মধ্যে ফের মিনি ডার্বির সাক্ষী থাকতে চলেছে কলকাতা ময়দান। আগামী ২৯ তারিখ কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। যতদূর জানা গিয়েছে, এক্ষেত্রে দুপুর ২টো বেজে ৪৫ মিনিট থেকে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দুই প্রধান।