দুই ঘরের ছেলের কাছে আটকে গেল মোহনবাগান

আবারও পুরো পয়েন্ট নিতে পারল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) ২০২৪-এর শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি বাগান। পরপর…

Calcutta Football League Mohun Bagan

আবারও পুরো পয়েন্ট নিতে পারল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) ২০২৪-এর শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি বাগান। পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট। শনিবার রেনবোর বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করল সুপার জায়ান্ট।  নজর কাড়লেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন দুই ফুটবলার কিংশুক দেবনাথ ও শিল্টন পাল।

ম্যাচের শুরুটা ভাল করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সুহেল আহমেদ ভাটের গোলে এগিয়ে গিয়েছিল দল। পনেরো মিনিটেরও কম সময়ের ব্যবধানে তুলে নিয়েছিলেন নিজের তথা দলের জোড়া গোল। ২৬ মিনিটের মাথায় ২-০ গোলে লিড নিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড।

   

কলকাতা ফুটবল লিগে রিজার্ভ দল খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। উল্টো দিকে রেনবো দলে ছিলেন একাধিক সিনিয়র ফুটবলার। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবুজ মেরুনের তরুণ ফুটবলরদের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে দেরি করেনি রেনবো। প্রথম অর্ধ শেষ হওয়ার একটু আগে দুটিই গোলই শোধ করে তারা।সৌরভ দাসগুপ্ত ও রাজন বর্মনের গোলে সমতায় ফেরে রেনবো। স্কোরলাইন হয় ২-২।

মোহনবাগানের দ্বিতীয় গোলের ক্ষেত্রে ভুল করে ফেলেছিলেন রেনবোর শিল্টন পাল। গোল ছেড়ে এগিয়ে আসতে কিছুটা দেরি করেছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন সুহেল। বিরতির পর শিল্টন আবার পুরনো ছন্দে। শরীর ছুঁড়ে দিয়ে অন্তত দু’বার দলকে নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করেছেন। টংসেনের দূরপাল্লার শট বাজপাখির মতো উড়ে গিয়ে সেভ করেন বাগানের প্রাক্তন ফুটবলার শিল্টন পাল। আর একটি ক্ষেত্রে ফারদিন আলি মোল্লা চলে গিয়েচিলেন গোল করার মতো জায়গায়।

মোহনবাগানের আরও একজন প্রাক্তন ফুটবল কিংশুক দেবনাথ নজর কাড়লেন। বয়স চল্লিশ ছুঁইছুঁই। গতি আগের থেকে কমেছে। বেড়েছে অভিজ্ঞতা। সেই সঙ্গে রয়েছে স্কিল। এই দুইয়ের জোরে বারবার তিনি আটকে দিয়েছেন মোহনবাগানের তরুণ ব্রিগেডের আক্রমণ।