Calcutta League: মোহনবাগানের ম্যাচ বাতিল

আপাতত হচ্ছে না মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ। আজ কলকাতা ফুটবল লীগের (Calcutta Football League) ম্যাচে মোহন বাগান (Mohun Bagan ) সুপার জায়ান্টের মাঠে নামার…

Mohun Bagan SG

আপাতত হচ্ছে না মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ। আজ কলকাতা ফুটবল লীগের (Calcutta Football League) ম্যাচে মোহন বাগান (Mohun Bagan ) সুপার জায়ান্টের মাঠে নামার কথা ছিল। সেটা আপাতত হচ্ছে না বলে জানা গিয়েছে।

Advertisements

কলকাতা ফুটবল লীগের ম্যাচে আজ মোহন বাগান সুপার জায়ান্ট ও ডায়মন্ড হারবার এফসির ম্যাচ হওয়ার কথা ছিল। সেটা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারিভাবে এবারের কলকাতা ফুটবল লীগ এখনও শেষ হয়নি। যদিও এবারের বিজেতা দল চূড়ান্ত হয়ে গিয়েছে অনেক আগেই।

   

ম্যাচের জন্য দুই শিবির প্রস্তুত রাখছিল নিজেদের। মোহন বাগান সুপার জায়ান্টকে একাধিক টুর্নামেন্টে খেলতে হচ্ছে। তাই তাদের অনুশীলন চলছে ধারাবাহিকভাবে। কলকাতার অন্যান্য দলের ক্ষেত্রে এই সময় সাধারণত গা ছাড়া মনোভাব দেখা যায়। ডায়মন্ড হারবার এফসির ক্ষেত্রে এ কথা এখনই বলা যাচ্ছে না। তারা নিজেদের মতো করে অনুশীলন জারি রেখেছে। এবারের সিএফএল জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

গ্রুপ পর্বে ডায়মন্ড হারবার এফসি, মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব, খিদিরপুর, ভবানীপুরের মতো দল এবার ভালো খেলেছিল। শেষ পর্যন্ত বাজিমাত করে মহামেডান স্পোর্টিং। ব্যাক টু ব্যাক কলকাতা ফুটবল লীগ জিতেছে তারা।