আজই খেতাব কার্যত নিশ্চিত করতে পারে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে ইতিমধ্যে ট্রফি জয়ের গন্ধ। বড় কোনও অঘটন না ঘটলে আরও একবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) জিততে চলেছে লাল হলুদ…

East Bengal

ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে ইতিমধ্যে ট্রফি জয়ের গন্ধ। বড় কোনও অঘটন না ঘটলে আরও একবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) জিততে চলেছে লাল হলুদ ব্রিগেড। আজই (শুক্রবার) কার্যত ট্রফি নিশ্চিত করে ফেলতে পারে ইস্টবেঙ্গল এফসি।

কলকাতা ফুটবল লিগে আজ মিনি ডার্বি। ইস্টবেঙ্গল এফসি বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। মহামেডান ট্রফি জয়ের দৌড় থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। তাদের কাছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচ স্রেফ নিয়ম রক্ষার। অংকের হিসেবে ট্রফি জয়ের জন্য মশাল বাহিনীর দরকার আর ৪ পয়েন্ট। খেলতে হবে চারটি ম্যাচ। মানে কলকাতা ফুটবল লিগ ২০২৪ জেতার জন্য লাল হলুদ বাহিনীর চার ম্যাচে দরকার চার পয়েন্ট।

   

সুপার সিক্স পর্ব শুরু হওয়ার পর ইস্টবেঙ্গলের টক্কর চলছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। তারাও এখন কিছুটা পিছিয়ে পড়েছে। ফলত ইস্টবেঙ্গলের সামনে রাস্তা এখন অনেকটাই পরিষ্কার। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে হতে চলা ম্যাচ থেকে পুরো পয়েন্ট আদায় করতে পারলে ইস্টবেঙ্গলের দরকার হবে আর এক পয়েন্ট। বাকি থাকবে তিন ম্যাচ।

এবারের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল এফসি শুরু থেকে খেলেছে দাপটের সঙ্গে। সুপার সিক্স পর্বেও পরপর দুই ম্যাচে জয়। গ্ৰুপ পর্বে ভাল খেলা সুরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমসকে হেলায় হারিয়েছে বিনো জর্জের ছেলেরা।

মহামেডান স্পোর্টিং ক্লাবকে অবশ্য হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই। ইস্টবেঙ্গলকে হারিয়ে তারাও চাইবে নিজেদের মানরক্ষা করতে। মহামেডান মরশুমের শুরুটা করেছিল বড় ব্যবধানে জয় দিয়ে। পরে নিজেদের সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি দল। এক ঝাঁক তরুণ ফুটবলার নিয়ে দল সাজিয়েছিলেন কর্তারা। সিএফএল-এর পাশাপাশি ডুরান্ড কাপ খেলতে হয়েছে দলকে। ক্লান্তি, চোট সমস্যা তাল কেটেছিল দলের। ইস্টবেঙ্গলকে হারাতে পারলে সাদা কালো শিবিরে প্রবেশ করতে পারে কিছুটা স্বস্তির বাতাস।