কখন শুরু হবে কলকাতা লিগের ডার্বি? জানুন সম্ভাব্য টিকিটের দাম

হাতে মাত্র আর তিনটি দিন। তারপরেই এবারের কলকাতা লিগের ডার্বি (Calcutta Football League Derby) ম্যাচ। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসের ছোটদের এই ম্যাচ ঘিরে অনেক…

Derby Match

হাতে মাত্র আর তিনটি দিন। তারপরেই এবারের কলকাতা লিগের ডার্বি (Calcutta Football League Derby) ম্যাচ। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসের ছোটদের এই ম্যাচ ঘিরে অনেক আগে থেকেই উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। কলকাতা ফুটবল লিগের ম্যাচ সূচীতে প্রত্যেকটি ক্লাবের ম্যাচের সময় এবং ভেন্যুর উল্লেখ থাকলেও অনুমতি সাপেক্ষ ছিল এই ম্যাচ আয়োজন।

Advertisements

মনে করা হয়েছিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে পারে এই হাইভোল্টেজ ফুটবল ম্যাচ। অবশেষে সেটাই চূড়ান্ত হয়েছে এবার। কিন্তু কখন মাঠে নামতে পারে দুই দল ? বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ১৩ তারিখ দুপুর ৩টে বেজে ১৫ মিনিট থেকে শুরু হতে পারে কলকাতা ফুটবল লিগের বহু প্রতীক্ষিত এই ম্যাচ। পাশাপাশি সমর্থকদের কথা মাথায় রেখে সর্বনিম্ন টিকিট মূল্য হতে পারে ১০০ টাকা।

বিজ্ঞাপন

এছাড়াও ১৫০ টাকাতে মিলতে পারে ম্যাচের টিকিট। সেইসাথে ৫০০ ও ১২০০ টাকাতে ও ভিআইপি টিকিট সংগ্ৰহ করতে পারেন ফুটবলপ্রেমীরা। যতদূর জানা গিয়েছে, অনলাইনের পাশাপাশি অফলাইনে ও দেওয়া হতে পারে এবারের কলকাতা ডার্বির ম্যাচ টিকিট। কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

এবারের কলকাতা ফুটবল লিগে বড় ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। দুই ম্যাচ জিতে ডার্বি ম্যাচে নামছে বিনো জর্জের ছেলেরা। অন্যদিকে, নিজেদের দুইটি ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ডেগি কার্ডোজোর ছেলেদের। তবে ইস্টবেঙ্গলকে পরাজিত করেই টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিতে চায় সবুজ-মেরুন ব্রিগেড।