বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মাঝে অসুস্থ স্নেহাশিস, হাসপাতালে যাচ্ছেন সৌরভ

CAB president Snehasish Ganguly hospitalized during Bengal Pro T20 League

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবির সভাপতি (CAB president) স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

স্নেহাশিসের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাইরে থেকে খাবার আনানো হয়েছিল। কিন্তু তিনি বাড়ির খাবারই খেয়েছিলেন। তবে হটাৎই রাত থেকেই তিনি পেটে অস্বস্তি বোধ করতে শুরু করেন। মঙ্গলবার ভোরে ব্যথা বাড়তে থাকায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

   

সোমবার রাতেও স্নেহাশিস সিএবি’র কাজে ব্যস্ত ছিলেন। বর্তমানে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ (Bengal Pro T20 League) চলছে, যেখানে প্রতিদিন ছেলে ও মেয়েদের ম্যাচের তদারকি করতে তাঁকে সময় দিতে হচ্ছে। এর মাঝেই তাঁর অসুস্থতা সিএবির দৈনন্দিন কাজে প্রভাব ফেলতে পারে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল থাকায় আপাতত উদ্বেগ কিছুটা কম।

স্নেহাশিসের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর ভাই, প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি দাদাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে উপস্থিত রয়েছেন সৌরভের বাল্যবন্ধু ও বাংলার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস।

এর আগেও স্নেহাশিসের স্বাস্থ্য সমস্যার খবর এসেছিল। ২০২০ সালে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন, এবং ২০২১ সালে হৃদরোগের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তবে এবারের অসুস্থতা খাদ্যে বিষক্রিয়ার কারণে। চিকিৎসকরা আশাবাদী যে, দ্রুত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠবেন।

স্নেহাশিসের অসুস্থতার খবরে ক্রিকেট মহলে শুভাকাঙ্ক্ষার বার্তা আসছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

CAB president Snehasish Ganguly hospitalized due to illness during Bengal Pro T20 League

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleডুয়ার্সে পানীয় জলের হাহাকার, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ
Next articleKisan Mandhan Yojana: কেন্দ্রের মাসিক ৩০০০ টাকার পেনশন স্কিম, কারা পাবেন?
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।