CAB : সৌরভ সরলেন, স্নেহাশিস সিএবি সভাপতি

সিএবি নির্বাচন (CAB President Election) থেকে নিজেকে সরিয়ে নিলেন সৌরভ (Sourav Ganguly)। রবিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখে তিনি মনোনয়ন জমা দেননি। এর ফলে সিএবির…

CAB : সৌরভ সরলেন, স্নেহাশিস সিএবি সভাপতি

সিএবি নির্বাচন (CAB President Election) থেকে নিজেকে সরিয়ে নিলেন সৌরভ (Sourav Ganguly)। রবিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখে তিনি মনোনয়ন জমা দেননি। এর ফলে সিএবির নতুন সভাপতি হচ্ছেন তাঁর দাদা ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী।

  • সিএবি নির্বাচনে নিজেকে সরিয়ে নিলেন সৌরভ
  • সিএবির নতুন সভাপতি হচ্ছেন তাঁর দাদা ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী।
  • এবার কি আইসিসি সভাপতি পদের দৌড়ে সৌরভ?

Sourav Ganguly

বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার পর থেকে ক্রিকেট রাজনীতি চরমে উঠেছে। বিজেপি বনাম তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছিল। এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সৌরভকে যেন আইসিসি প্রেসিডেন্ট পদে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ জানাচ্ছি। আর সৌরভের গডফাদার বলে পরিচিত প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, ওকে রাজনীতিতে না ঢুকতে ফের অনুরোধ করব।

ক্রিকেট মহলে বরাবরের গুঞ্জন সৌরভ বরাবর ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছাকাছি থাকতে পছন্দ করেন। 

তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মাঝে সৌরভ ফের সিএবি সভাপতি পদে আসতে পারেন বলে জল্পনা ছিল। তিনি নিজেও সিএবি ভোটে নামবেন বলে ইঙ্গিত দেন। কিন্তু ভোটে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন না। তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলী মনোনয়ন জমা দেন। প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। তিনিই নির্বাচিত হলেন নতুন সিএবি সভাপতি।

Advertisements

CAB : সৌরভ সরলেন, স্নেহাশিস সিএবি সভাপতি

সি়এবি সভাপতি পদে স্নেহাশিস বসতেই সৌরভ গা়ঙ্গুলীকে নিয়ে ফের জল্পনা। তিনি কি এবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC) নির্বাচনে লড়াই করবেন? উঠছে এই প্রশ্ন।

ক্রিকেট দুনিয়ায় সব থেকে ধনী বোর্ড হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রাক্তন বোর্ড সভাপতি হিসেবে সৌরভকে আইসিসি নির্বাচনে বিসিসিআই সমর্থন করার কথা আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসক মহলে চলছে।