কলকাতা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫: আজ দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে (India vs Pakistan) এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) গ্রুপ এ ম্যাচ চলেছে। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সভাপতি (CAB Presidnet) স্নেহাশীষ গাঙ্গুলি (Snehasish Ganguly) মন্তব্য করেছেন “আমি বিতর্কের উপর কোনও মন্তব্য করব না… আজ একটা বড় ম্যাচ, আমরা সবাই ম্যাচের জন্য অপেক্ষা করছি।
Sourav Ganguly : বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB মসনদে বসছেন মহারাজ, কি বললেন দুর্নীতি নিয়ে?
ভারতীয় দলকে শুভকামনা। আশা করি আজ আমরা খুব ভালো পারফর্ম করব এবং ভারতীয় খেলোয়াড়রা আমাদের গর্বিত করবেন।” এই বক্তব্যের মাধ্যমে স্নেহাশীষ ম্যাচের উত্তেজনা এবং ভারতীয় দলের প্রতি সমর্থনকে সামনে এনেছেন, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিবাচক অনুভূতি জাগিয়েছে।
স্নেহাশীষ গাঙ্গুলির এই মনোভাব ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে মিলে যায়। তিনি সৌরভ গাঙ্গুলির দাদা এবং সিএবি-এর সভাপতি হিসেবে বাংলার ক্রিকেটে উন্নয়নমূলক কাজ করছেন। ২০২৩ সালের আইসিসি ওয়ার্ল্ড কাপে টিকিট বিতর্কের সময়ও তিনি সিএবি-এর অবস্থান রক্ষা করেছিলেন।
সৌরভ গাঙ্গুলিও এই বিতর্কে মন্তব্য করে বলেছেন, “সরকার যদি অনুমতি দেয়, তাহলে ম্যাচ হবে। খেলা চলতেই হবে, তবে সন্ত্রাসবাদ বন্ধ হওয়া দরকার।” স্নেহাশীষের বক্তব্যও সৌরভের মতই এবং তিনিও ক্রিকেটকে রাজনীতির উর্ধ্বে রেখেছেন।
IND vs PAK Live Toss : টসে জিতে ব্যাটিং আঘার! ভারতের বোলিং ইউনিট সামলাবেন কারা?
তবে বাংলার ক্রিকেটেও পালাবদলের সময় এসেছে। CAB এর নির্বাচন শেষ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয় লাভ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে এখনও অফিসিয়ালি এই তথ্য প্রকাশ হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর এই নির্বাচনের ফল প্রকাশিত হবে। তবে ভারত পাক ক্রিকেট নিয়ে চলছে দেশবাসীর চর্চা।
তার সাথে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীরা ইতিমধ্যেই ভারত সরকার এবং BCCI এর বিরুদ্ধে সরব হয়েছে। উদ্ধবের শিবসেনা এবং ওআইসির AIMIM ও পথে নেমে তাদের ভাষায় প্রতিবাদ জানিয়েছে। আম আদমি পার্টির সমর্থকেরা প্রকাশ্যে পাক খেলোয়াড়দের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে।
East Bengal in CFL : ইস্টবেঙ্গলের প্রতিশোধ! সুপার সিক্সে ডায়মন্ডকে হারিয়ে কি বললেন প্রভাত লাকরা?
তবে সৌরভ গাঙ্গুলির একসময় করা মন্তব্য ঘিরেও শুরু হয়েছিল বিতর্ক। তিনি বলেছিলেন রাজনীতির সঙ্গে খেলার সম্পর্ক নেই। খেলা হতেই হবে। আজ সৌরভের অগ্রজ স্নেহাশিসও ওই একই কথা বললেন। কোনো রকম বিতর্কের মধ্যে না ঢুকে তিনি ভারত পাক ম্যাচকেই গুরুত্ব দিয়েছেন।
#WATCH | Kolkata, West Bengal: On India-Pakistan match today, Snehasish Ganguly, President, Cricket Association of Bengal, says, “I will not comment on the controversy… Today is a big match, and we are all waiting for the match. Best wishes to the Indian team. I hope that we… pic.twitter.com/CbrZExFFEY
— ANI (@ANI) September 14, 2025
CAB Presidnet Snehasish Ganguly react on India vs Pakistan in Asia Cup 2025