IPL : সেঞ্চুরি করেই চলেছেন বাটলার, দিল্লিকে হেলায় হারাল রাজস্থান

স্বপ্নের ফর্মে রয়েছেন জস বাটলার। চলতি আইপিএলে (IPL) তৃতীয় শতরান তুলে নিলেন তিনি। আইপিএলের ইতিহাসে যা রেকর্ড। এর আগে বিশ্বের কোনও তারকাই আইপিএলের এর মরসুমে তিনটি শতরান করার কৃতিত্ব দেখাননি।

Advertisements

ফলাফল তো স্বাভাবিক নিয়ম মেনেই হয়েছে। মাত্র ৬৫ বলে বলে ১১৬ রান করে বাটলার আউট হন। অপর ওপেনার দেবদত্ত পালিক্কালের অবদান ৩৫ বলে ৫৪ রান। দুই ওপেনারের দাপটেই কার্যত জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজস্থান। তবে অধিনায়ক সঞ্জুও কম যাননি। মাত্র ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আর এই ত্রয়ীর দাপটে দুই উইকেট খুইয়ে ২২২ রানের পাহাড় গড়ে তোলে রাজস্থান রয়্যালস।

   
Advertisements

জবাবে দিল্লি ক্যাপিটলাসও ভালো শুরু করে। কিন্তু ডেভিড ওয়ার্নার আউট হতেই কার্যত ম্যাচের ফয়সালা হয়ে যায়। ওয়ার্নার (২৮), পৃথ্বী শ (৩৭), অধিনায়ক ঋষভ পন্থ (২৪ বলে ৪৪), ললিত যাদব (২৪ বলে ৩৭) এবং শেষ দিকে রভম্যান পাওয়েল (১৫ বলে ৩৬) কিছুটা লড়াই করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে ২০৭ রানে থমকে যায় দিল্লির ইনিংস। রাজস্থান ১৫ রানে জয় লাভ করে।