Home Sports News BSL: প্রথমার্ধের শেষ, ২-১ গোলের ব্যবধানে এগিয়ে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এফসি

BSL: প্রথমার্ধের শেষ, ২-১ গোলের ব্যবধানে এগিয়ে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এফসি

নির্ধারিত সূচি অনুসারে আজ বেঙ্গল সুপার লিগের (BSL) পরবর্তী ম্যাচে নেমেছে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নর্থ ২৪ পরগনা এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া-হুগলি দল। এই দলের হয়ে এখনও পর্যন্ত গোল পেয়েছেন যথাক্রমে সাহিল হরিজন এবং কাঙ্গা ফ্রাঙ্ক উইলিয়াম। অন্যদিকে, নর্থ ২৪ পরগনার হয়ে গোল করেন কুইন্টানা অর্টুজার। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজে দেখা গিয়েছে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের ফুটবলারদের।

Advertisements

ম্যাচের প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময় থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে বারংবার হানা দিতে দেখা গিয়েছিল ব্যারেটোর ছেলেদের। স্বাভাবিকভাবেই গোল তুলে নিতে খুব একটা সমস্যা পোহাতে হয়নি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় চলে আসে প্রথম গোল। প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে দলকে এগিয়ে দেন সাহিল হরিজন। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল ওয়ারিয়র্সদের। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান কুইন্টানা অর্টুজা।‌ তারপর থেকেই বেশ কিছুটা সাবধানতার সাথে খেলতে দেখা যায় দুই দলের ফুটবলারদের।

   

তারপর ৪৫ মিনিটের মাথায় সুযোগ বুঝেই ফের গোল করে দলকে এগিয়ে দেন ফ্রাঙ্ক উইলিয়াম। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানেই এগিয়ে রয়েছে হোসে ব্যারেটোর ছেলেরা।

Advertisements