ব্রিসন ফার্নান্দেজের গোলে এগিয়ে গোয়া, নজর কাড়ছেন সেলিস

গোল করা যেন এবার ভুলেই গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নতুন বছরের শুরুতে টানা দুইটি ম্যাচে ধাক্কা খেয়েছে ময়দানের এই প্রধান। নাস্তানাবুদ হতে হয়েছে মুম্বাই…

FC Goa vs East Bengal

short-samachar

গোল করা যেন এবার ভুলেই গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নতুন বছরের শুরুতে টানা দুইটি ম্যাচে ধাক্কা খেয়েছে ময়দানের এই প্রধান। নাস্তানাবুদ হতে হয়েছে মুম্বাই সিটি এফসির পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল গোটা দল। সেই অনুযায়ী রবিবার সন্ধ্যায় আইএসএলের অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে খেলতে নামে ইস্টবেঙ্গল। প্রথম থেকেই মিড প্রেস ধাঁচের ফুটবলের দিকে নজর দিলেও সময় এগোনোর সাথে সাথেই এলোমেলো হয়ে যায় সমস্ত কিছু।

   

নয়া বিদেশি ফুটবলার রিচার্ড সেলিস আজ শুরু থেকেই মাঠে থাকায় কিছুটা হলেও চনমনে থাকতে দেখা যায় লাল-হলুদের আপফ্রন্টকে। যারফলে বেশ কয়েকবার গোলের সহজ সুযোগও পেয়ে গিয়েছিলেন দিমিত্রিওস ডায়মান্তাকস। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি এই গ্রীক ফরোয়ার্ড। প্রতিপক্ষ ডিফেন্ডার ওডেই ওনান্ডিয়ারের দক্ষতার দরুন বল হিল করার কোনও সুযোগ পাননি ডায়মান্তাকস। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। অপরদিকে, ম্যাচের প্রথম দিক থেকে সেভাবে আক্রমণের সুযোগ না পেলেও প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে প্রায় ১৩ মিনিটের মাথায় কর্নার থেকে ভাসানো বল হেড করে গোল করে যান ব্রিসন ফার্নান্দেজ।

যার কোনও জবাব ছিল না ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের কাছে। যারফলে এই আইএসএল মরসুমে প্রথমবার কর্নার থেকে গোল হজম করল ময়দানের এই প্রধান। পরবর্তীতে ব্যবধান বাড়ানোরও সুযোগ পেয়ে গিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইকের গ্যারেক্সোনা। তবে প্রভসুখান সিং গিলের দক্ষতায় দ্বিতীয় গোল হজম করতে হয়নি দলকে। তবে ম্যাচের তৃতীয় কোয়ার্টার থেকেই আক্রমনাত ফুটবল খেলতে মরিয়া ছিল অস্কার ব্রুজনের ছেলেরা। শ্রীমত ঘন ঘন আক্রমণে উঠে আসছিলেন নাওরেম মহেশ সিং থেকে শুরু করে নন্দকুমার শেখররা।

কিন্তু উদ্দেশ্যহীন পাসের দরুন গোলের মুখ খোলা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। এমনকি ম্যাচের প্রথমার্ধে শেষ লগ্নে অর্থাৎ অতিরিক্ত সময়‌ বল নিয়ে গোয়া রক্ষণে উঠে এসেছিলেন রিচার্ড সেলিস‌। দক্ষতার সাথে বল পাস করলেও সেটিকে ফিনিশ করতে পারেননি পিভি বিষ্ণু। নাহলে প্রথমার্ধের শেষে অনায়াসেই ম্যাচে ফিরে আসতে পারত দল।