I League : ফের গোল করে তাক লাগলেন দার্জিলিংয়ের ব্রিজেশ

ফের গোল করলেন ব্রিজেশ গিরি (Brijesh Giri)। পরপর দুই ম্যাচে গোল করলেন দার্জিলিংয়ের এই ফুটবলার। সোমবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে (Indian Arrows vs Churchill Brothers) আই লিগের (I League) ম্যাচে তিনি গোল করেছেন।

চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে পরাজিত ইন্ডিয়ান অ্যারোজ। দশ জনের চার্চিলকে মেয়েও মান রক্ষা করতে পারেনি উদীয়মান ভারতীয়দের নিয়ে গড়া দল। এবারের আই লিগের খেতাব অর্জন করার দৌড়ে এখনও রয়েছে চার্চিল। তাদের পক্ষে ম্যাচের ফলাফল ১-২।

   

আরও পড়ুন: I League : দার্জিলিংয়ের ব্রিজেশের গোলে মুগ্ধ ফুটবল মহল

চার্চিলের হয়ে একটি গোল করেছেন কোমরন তুর্সুনভ। যিনি মোহনবাগানের হয়ে খেলেছিলেন কয়েক মরশুম আগে। ইন্ডিয়ান অ্যারোজের একমাত্র গোলটি ব্রিজেশের করা।

এর আগে শুক্রবার ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ ছিল মহারাষ্ট্রের ফুটবল ক্লাব কেংকরের বিরুদ্ধে। একেবারেই ফর্মে নেই লিগের এই দলটি। তাদের বিরুদ্ধে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে গোল করেছিলেন ব্রিজেশ গিরি। সেটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম গোল। আদপে রক্ষণ ভাগের এই খেলোয়াড় বোঝাচ্ছেন তিনিও গোল চেনেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন