ইস্টবেঙ্গলের অতীত ভুলে কিবুর বাহিনীতে যোগ দিয়েই হুঙ্কার ব্রাইটের, সঙ্গী আফোলাবি

Bright Enobakhare join Diamond Harbour FC with eyes on I-League glory and ISL dream

কলকাতার ফুটবল (Kolkata Football) মানচিত্রে ‘চতুর্থ প্রধান’ হিসেবে নিজের জায়গা ক্রমে মজবুত করে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour FC)। শতবর্ষ পেরনো ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের পাশে দাঁড়িয়ে মাত্র তিন বছরের ক্লাব হয়ে এমন আত্মবিশ্বাস কজন দেখাতে পারে? কিন্তু ডায়মন্ডের ঝুলিতে রয়েছে আই লিগ-৩ এবং আই লিগ-২ চ্যাম্পিয়নশিপ, আর সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনাল অবধি লড়াই। এবার সেই স্বপ্নের উড়ানে নতুন শক্তি যোগ দিতে কলকাতায় পা রেখেছেন দুই নাইজেরিয়ান ফুটবলার ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare) ও সানডে আফোলাবি (Sunday Afolabi)।

ইস্টবেঙ্গল সমর্থকেরা হয়তো এখনও ভুলতে পারেননি ব্রাইটের সেই ছোট্ট আইএসএল অধ্যায়, ১২ ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট। ২০২১ সালে তিনি যখন লাল-হলুদে পা রেখেছিলেন, তখন থেকেই নজর কাড়েন গতি, নিয়ন্ত্রণ ও গোলে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতায়। তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর ইংল্যান্ড (Coventry City), ইজরায়েল, ইউক্রেন ও কাতার ঘুরে আবারও কলকাতায় ফেরা।

   

ডায়মন্ড হারবারে নতুন ইনিংস শুরু করতে মুখিয়ে ব্রাইট। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করেই বলেন, “ইস্টবেঙ্গলের প্রতি কৃতজ্ঞ থাকলেও, এখন আমি ডায়মন্ড হারবারের মানুষ। এই ক্লাবের ভিশন আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সর্বস্ব দিয়ে লড়ব এই দলের হয়ে।” ব্রাইটের চোখ এখন একদম স্পষ্ট লক্ষ্য আই-লিগ জয়। আইএসএলের অভিজ্ঞতা থাকা এই ফরোয়ার্ড জানেন, আই-লিগের পথ কঠিন, কিন্তু সামর্থ্যে তিনি বিশ্বাসী। তিনি সেই প্রসঙ্গে বললেন, “আমি ধাপে ধাপে এগোতে চাই। এখন আমার লক্ষ্য আই-লিগে নিজেকে প্রমাণ করা। এরপর সুপার লিগ তো স্বপ্ন সবার।”

ডায়মন্ড হারবারের মিডফিল্ডে যে নতুন ছন্দ আনবেন সানডে আফোলাবি, তা বুঝিয়ে দিলেন প্রথম দিন থেকেই। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মালয়েশিয়ান লিগে খেলে আসা এই ফুটবলার জানালেন, “আমি ও ব্রাইট ডুরান্ড কাপে খেলতে চেয়েছিলাম। ভিসা জটিলতায় দেরি হওয়ায় হতাশ হয়েছিলাম। তবে এখন এখানে এসে দারুণ লাগছে।” সানডে’র সঙ্গে রয়েছে পুরনো বন্ধুত্বের ছোঁয়াও। তিনি এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভেইরা একসঙ্গে খেলেছেন পেরাক এফসিতে। সেই বন্ধুত্ব এবার ডায়মন্ডের জার্সিতে বদলে যাবে কেমিস্ট্রিতে। তাঁর কথায়, “আমরা ডায়মন্ড হারবারকে আইএসএলে নিয়ে যেতে চাই। ইতিহাস গড়ার সুযোগ আমাদের সামনে। আমরা প্রস্তুত।”

ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনার অধীনে ইতিমধ্যেই ক্লাব চমক দেখিয়েছে। স্প্যানিশ মিকেল কোর্তাজা, ব্রাজিলিয়ান ক্লেটন আর স্লোভানিয়ান লুকা মাজসেনের সঙ্গে এবার যুক্ত হল ব্রাইট ও সানডে’র মতো অভিজ্ঞ বিদেশি। কিবুর হাতে এবার যে আরও ভারসাম্যপূর্ণ স্কোয়াড, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Bright Enobakhare join Diamond Harbour FC with eyes on I-League glory and ISL dream

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবাগানের নজরে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার, কেন হল না চুক্তি?
Next articleএখন আর মেসেজ লেখার ঝামেলা নয়, WhatsApp আনল AI Writing Help ফিচার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।