শেষ সিজনে দাপুটে পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। তৃতীয় ডিভিশনের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আইলিগে ও সাফল্য পেয়েছিল এই ফুটবল ক্লাব। সেই সুবাদেই এবার প্রথম ডিভিশনের ছাড়পত্র সংগ্রহ করেছে বাংলার এই শক্তিশালী দল। সেজন্য আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করতে মরিয়া ছিল ম্যানেজমেন্ট। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নিশ্চিত করেছিল ডায়মন্ড হারবার। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। কিন্তু সেখানেই শেষ নয়।
Also Read | ‘আন্ডারডগ’ ট্যাগেই বাজিমাত! ডুরান্ড ফাইনালে আগে বড় বার্তা কিবুর
এক্ষেত্রে বারংবার শোনা যাচ্ছিল ব্রাইট এনবাখোরের নাম। শেষ পর্যন্ত তাঁকে দলে টেনে নেয় কিবু ভিকুনার এই ফুটবল ক্লাব। তবে ভিসা জনিত সমস্যার দরুন শহরে আসতে কিছুটা হলেও সমস্যা দেখা দিচ্ছিল এই ফুটবলারের। অবশেষে মিটে গিয়েছে সেই সমস্যা। যারফলে খুব শীঘ্রই এবার শহরে চলে আসতে চলেছেন নাইজেরিয়ার এই তারকা ফুটবলার। কিন্তু তিনি একানন। ভিসার সমস্যা দেখা দিয়েছিল দলের আরেক বিদেশি ফুটবলার সানডে আফোলাবির। ইতিমধ্যে তাঁর ও মিটে গিয়েছে সেই সমস্যা। যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার বুকে পা রাখবেন দলের এই দুই বিদেশি ফুটবলার।
Also Read | মাঠের লড়াইয়ের আগে কোর্টরুমে যুদ্ধ? ISL ভাগ্য নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ে
তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে কিবু ভিকুনার দলকে। উল্লেখ্য, গতবারের দাপুটে ফুটবলের পর এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। যেখানে গ্ৰুপ পর্বে ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচে জয় পাওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হলেও সেই ধাক্কা কাটিয়ে অনায়াসেই তাঁরা জামশেদপুর এফসিকে পরাজিত করে স্থান করে নিয়েছিল সেমিফাইনালে। গত কয়েকদিন আগেই সেই ম্যাচ খেলতে শক্তিশালী ইস্টবেঙ্গলের বিপক্ষে যুবভারতীতে নেমে ছিল জবি জাস্টিনরা।
Also Read | ভবানীপুরের কাছে আটকে কলকাতা লিগে মুখ থুবড়ে পড়ল মহামেডান
সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এসেছিল জয়। এবারের ফাইনালের লড়াই। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন স্প্যানিশ কোচ। তাই সব দিক মাথায় রেখেই প্রস্তুত করছেন গোটা দলকে। এবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েই মরসুমের প্রথম ট্রফি ঘরে তোলার লক্ষ্য থাকবে বাংলার এই ফুটবল দলের।