Sunday, December 7, 2025
HomeSports Newsবদলে যাচ্ছে মোহনবাগানের AFC Cup সূচি? জেনে নিন আপডেট

বদলে যাচ্ছে মোহনবাগানের AFC Cup সূচি? জেনে নিন আপডেট

- Advertisement -

উৎসবের মরসুমে কলকাতায় AFC প্রতিযোগিতার (AFC Cup) ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। পুজোর সময় গুরুত্বপূর্ণ এই ম্যাচ আয়োজন করা কতটা সম্ভব হবে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ক্রীড়া সূচিতে কিছুটা বদল করার জন্য অনুরোধ করেছে সবুজ মেরুন শিবির। সে ব্যাপারে পাওয়া গিয়েছে আপডেট।

বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে ম্যাচ আয়োজনের ব্যাপারে সমস্যায় পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী ২৪ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বসুন্ধরা কিংসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের। সেই সময় দুর্গাপুজো। সূচিতে কিছু বদল করার ব্যাপারে বাগানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছিল। ক্লাবের অনুরোধ কি গৃহীত হয়েছে? প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান সচিব দেবাশীষ দত্তকে।

   

জানা গিয়েছিল, ২৪ অক্টোবর কলকাতায় হোম ম্যাচ খেলার পরিবর্তে কিংস এরিনায় অ্যাওয়ে ম্যাচে খেলতে চায় মোহন বাগান সুপার জায়ান্ট। এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে বসুন্ধরা কিংসের কাছে আবেদন জানিয়েছে বলে খবর। বাগান হোম ম্যাচ খেলতে চায় ৭ নভেম্বর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন বাগানের অ্যাওয়ে ম্যাচ খেলার কথা রয়েছে। অর্থাৎ হোম ম্যাচের দিন অ্যাওয়ে ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের দিন হোম ম্যাচ খেলার জন্য মোহন বাগান সুপার জায়ান্ট বসুন্ধরা কিংসের কাছে আবেদন করেছে বলে জানা যাচ্ছে।

মূলত নিরাপত্তার কথা ভেবে চাপে পড়েছে সবুজ মেরুন শিবির। সব দিক সামলে ২৪ অক্টোবরের ম্যাচে পুলিশ কতটা নিরাপত্তা দিতে পারবে সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। সমস্যা এখনও মেটেনি। আবেদন মঞ্জুর করা হয়েছে কি না সে ব্যাপারে দেবাশীষ দত্ত সাংবাদিকদের বলেছেন, “এখনও পর্যন্ত AFC থেকে কোনো জবাব আমরা পাইনি।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular