HomeSports Newsদেশের হয়ে ৩০০ ম্যাচ খেলা ক্রিকেটারকে ব্যান করল ICC

দেশের হয়ে ৩০০ ম্যাচ খেলা ক্রিকেটারকে ব্যান করল ICC

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মারলন স্যামুয়েলসকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ২০২১ সালের সেপ্টেম্বরে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোডের অধীনে দুর্নীতি বিরোধী আইনের অধীনে আইসিসি কর্তৃক চারটি অভিযোগের মুখোমুখি হয়েছেন স্যামুয়েল। স্যামুয়েলকে এই বছরের আগস্টে একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। বৃহস্পতিবার ছয় বছরের নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে আইসিসি। ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে শাস্তির মেয়াদ শুরু গিয়েছে।

• অনুচ্ছেদ ২.৪.২: অংশগ্রহণকারী বা ক্রিকেটকে কলঙ্কিত করতে পারে এমন কোনও উপহার, অর্থ প্রদান, আতিথেয়তা বা প্রাপ্ত সুবিধা প্রকাশ করতে ব্যর্থ হওয়া।
• অনুচ্ছেদ ২.৪.৩: মনোনীত দুর্নীতি বিরোধী কর্মকর্তার কাছে ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের উপহার প্রকাশ না করা।
• অনুচ্ছেদ ২.৪.৬: মনোনীত দুর্নীতি বিরোধী কর্মকর্তা কর্তৃক পরিচালিত তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করা।
• অনুচ্ছেদ ২.৪.৭: প্রাসঙ্গিক তথ্য গোপন করে মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব করা।

   

আইসিসির এইচআর অ্যান্ড ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আইসিসির পক্ষ থেকেও সামাজিক মাধ্যমে জানানো হয়েছে বিস্তারিত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular