ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোর পড়তি পারফরম্যান্সের মধ্যে ভাইরাল টুইট

ফিফা বিশ্বকাপে ব্রাজিল ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে।সেলেকাওদের জয়ের উল্লাসের বাঁধনছাড়া আবেগ আছড়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে। Advertisements মঙ্গলবার লাল হলুদ ফুটবলার এলিয়ান্দ্রোকে দেশের…

East Bengal_ISL

ফিফা বিশ্বকাপে ব্রাজিল ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে।সেলেকাওদের জয়ের উল্লাসের বাঁধনছাড়া আবেগ আছড়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে।

Advertisements

মঙ্গলবার লাল হলুদ ফুটবলার এলিয়ান্দ্রোকে দেশের জয়ের আনন্দে প্র‍্যাকট্রিস সেশনে রীতিমতো আত্মহারা দেখিয়েছে। এই নিয়ে ইস্টবেঙ্গল এফসির সংক্ষিপ্ত সময়ের ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে।

   

জানুয়ারিতে শীতকালীন ফিফা উইন্ডো খুলছে।২০২২-২৩ আইএসএল সেশনে এলিয়ান্দ্রো ইস্টবেঙ্গল আসলেও চোট আঘাতে জর্জরিত ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার কখনই লাল-হলুদ (East Bengal ) শিবিরিকে ভরসা জোগাতে পারেনি।

ইতিমধ্যে ইস্টবেঙ্গল এফসি স্ট্রাইকার এলিয়ান্দ্রোর বিকল্প খুঁজে পেয়েছে এমনটাই খবর।তবে এখনই বিকল্প স্ট্রাইকারের নাম জানাবে না লাল হলুদ শিবির,নিয়মের জাঁতাকলে জড়ানোর জন্যে।তাই জানুয়ারির ফিফা উইন্ডো খোলা না পর্যন্ত অপেক্ষা করতে হবে লাল হলুদ ভক্তদের।

চলতি আইএসএলে প্রথম একাদশে কখনই জায়গা পায়নি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেও আহামরি পারফরম্যান্সের ধারে কাছে পৌছতে পারেনি ৩২ বছরে এই স্ট্রাইকার।

Advertisements