সোমবার সকালে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার মাটিতে পা রেখেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা (Brazilian Footballer) রবসন রবিনহো (Robson Robinho)। আর তারপর থেকেই যেন উত্তেজনার পারদ চড়ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) শিবিরে। গত কয়েক মরসুমে বসুন্ধরা কিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পরে এবার গঙ্গাপারে নিজের নতুন ইনিংস শুরু করতে প্রস্তুত সাম্বার দেশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। মঙ্গলবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন এবং প্রথম অনুশীলনে নেমেই বুঝিয়ে দিলেন, এবার ব্যারেটোর উত্তরসূরির মতোই নিজেকে মেলে ধরতে প্রস্তুত তিনি।
কলকাতা বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত ভেসে যান রবিনহো। মোহনবাগানের এই ব্রাজিলিয়ান অ্যাটাকার বলেন, “আমি মোহনবাগানকে বাছিনি, বরং মোহনবাগানই আমাকে বেছে নিয়েছে। এই ক্লাবের ইতিহাস, সমর্থকদের আবেগ সবকিছু শুনেছি আগেই। এবার মাঠে নেমে তাঁদের ভালোবাসার প্রতিদান দিতে চাই পারফরম্যান্সের মাধ্যমে।”
বাংলাদেশে বসুন্ধরা কিংসে খেলার সুবাদে রবিনহোর সঙ্গে বাংলা ভাষার একটা সংযোগ ইতিমধ্যেই তৈরি হয়েছিল। কলকাতায় এসে সেই ভাষাতেই একটু-আধটু কথা বলতেও দেখা গেল তাঁকে। সাংবাদিকদের উদ্দেশে বলেন, “চল চল, আস্তে আস্তে, ভালো আসেন?” এই শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সাংবাদিকরাসকলে।
শুধু ভাষা নয়, কলকাতার বিখ্যাত বিরিয়ানি এবং মিষ্টিও তাঁর আগ্রহের কেন্দ্রে। বাংলাদেশে থেকে মশলাদার খাবারের স্বাদ পেলেও, কলকাতার বিরিয়ানি সম্পর্কে বললেন, “খেতে চাই, তবে একটু কম মশলাদার হলে ভালো হয়। আর মিষ্টি তো অবশ্যই খাব।”
মোহনবাগানের জার্সিতে প্রথম অনুশীলনে যোগ দিয়েই রবিনহো জানিয়ে দিলেন, দলকে জেতাতে হলে যে কোনও পজিশনে খেলতে তিনি প্রস্তুত। রবিনহো বলেন, “আমি ফরোয়ার্ড হই বা মিডফিল্ডার দল যেখানে চাইবে, আমি খেলব। যদি গোল করার সুযোগ পাই, করব। আর যদি অ্যাসিস্ট করার প্রয়োজন হয়, তাতেও পিছিয়ে থাকব না। আমার একমাত্র লক্ষ্য, দলের জয়।” প্রাক্তন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে গত তিন বছরে সাতটি ট্রফি জেতা রবিনহো জানালেন, তাঁর চোখ এখন মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটের দিকে। আইএসএল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপার কাপ সব ম্যাচেই সেরাটা দিতে চান তিনি।
চলতি বছরের শুরুতে ব্রাজিলেই নেইমারের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রবিনহো। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “নেইমার দুর্দান্ত খেলোয়াড়। কখনও ভাবিনি, ওর বিরুদ্ধে খেলব। ও খুবই বিনয়ী মানুষ। খেলার পর কথাও বলেছি।”
আর মোহনবাগান মানেই তো ব্রাজিলিয়ানদের জন্য ইতিহাস! হোসে রামিরেজ ব্যারেটোকে তথা ‘সবুজ তোতা’ নিয়ে কলকাতা ময়দানে যে আবেগ এখনও বিদ্যমান, তা রবিনহো জানেন। তাঁর মুখেই শোনা গেল, “ব্যারেটোর কথা শুনেছি। উনি ক্লাবের কিংবদন্তি। আমিও চাই, এই জার্সিতে এমন কিছু করতে, যাতে সমর্থকরা আমায় মনে রাখেন।”
রবিনহোর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল মার্চে। তবে জানালেন, ব্রাজিলে অনুশীলনের মধ্যে ছিলেন, ফলে ফিটনেস নিয়ে কোনও চিন্তা নেই। বলেন, “১৪-১৫ দিন টানা ট্রেনিং করেছি। এখন সম্পূর্ণ ফিট। কোচের উপর নির্ভর করছে আমি কবে মাঠে নামব। তবে আমি প্রস্তুত।”
১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। আর সেই ম্যাচ দিয়েই মোহনবাগান জার্সিতে অভিষেক হতে পারে রবিনহোর। ইতিমধ্যেই ডুরান্ড কাপের ডার্বি সহ সব ম্যাচ দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
🔊 VOLUME 𝕄𝔸𝕏!
Robson gets a grand welcome 😍#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/SWNAjcdKsN
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 2, 2025
Brazilian Footballer Robson Robinho join Mohun Bagan SG ahead AFC Champions League 2 match