ATK Mohun Bagan: ব্রাজিলের এই তারকা ফুটবলার সম্ভবত যোগ দিচ্ছে এটিকে মোহনবাগানে

ইতিমধ্যে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নয় জন ফুটবলারকে নিয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর বাজারে সবুজ মেরুন শিবির বেশ দাপট দেখাচ্ছে বলা চলে। Advertisements এবার এক…

Brazilian star footballer Andre Felipe

ইতিমধ্যে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নয় জন ফুটবলারকে নিয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর বাজারে সবুজ মেরুন শিবির বেশ দাপট দেখাচ্ছে বলা চলে।

Advertisements

এবার এক ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবলারের দিকে নজর আছে এটিকে মোহনবাগান। এই ফুটবলারটির নাম Andre Felipe। তিনি ব্রাজিলের হয়ে চারটি আন্তর্জাতিক ম‍্যাচ খেলেছিলেন।

   

স্ট্রাইকার পজিশনে খেলা এই ফুটবলার স‍্যান্টোস, কোরান্থিয়ান্সের মতো নামিদামী ব্রাজিলের ক্লাবে খেলেছিলেন। এছাড়া ডায়নামো কিয়েভ,বোর্দোর মতো ক্লাবে।

বর্তমানে আন্দ্রে খেলছেন ব্রাজিলের ক্লাব Cuiabá Esporte Clube। ব্রাজিলের সিরি এ লিগের ক্লাব এইটা। অর্থাৎ একটা প্রথম সারির ব্রাজিলিয়ান ক্লাবের সাথে। সেখানে ১৭ ম‍্যাচ খেলে ৩ গোল করেছেন এই ফুটবলার।অর্থাৎ বেশ ছন্দে আছেন তিনি।

এখনও অবধি কেরিয়ারে ২৮৫ ম‍্যাচ খেলেছিলেন তিনি। ৭৭ টা গোল করেছেন। ব্রাজিলের স‍্যান্টোস, অ্যাটলেটিকো মিনেইরো, গ্রেমিওর মতো ক্লাবের হয়ে জিতেছেন একাধিক ট্রফি।