লাল-হলুদে আসবেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার? জানুন

Miguel Figueira

নতুন সিজনের শুরুটা খুব একটা ভালো হয়নি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের। ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পরাজিত হতে হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতা অর্জনকারী ম্যাচ। স্বাভাবিকভাবেই তা হতাশ করেছিল লাল-হলুদ সমর্থকদের। সেই হতাশা ভুলে ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচে ব্যাপকভাবে ধরাশায়ী হতে হয়েছে ময়দানের এই প্রধানকে। যারফলে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে ইস্টবেঙ্গল।

Advertisements

নতুন মরসুমে কোচ কার্লেস কুয়াদ্রাতের উপর ভরসা রাখলে ও কাজের কাজ হয়নি। গতবারের মতো এই স্প্যানিশ কোচের পছন্দকে গুরুত্ব দিয়েই দল গঠনের কাজে হাত দিয়েছিল লগ্নিকারী সংস্থা। কিন্তু প্রথম থেকেই যথেষ্ট ছন্নছাড়া থেকেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ভরাডুবির পর এএফসি হোক কিংবা আইএসএল। ফলাফলের বদল ঘটেনি। সেটা খুব একটা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। এমনকি কোচ বদলের দাবি উঠতে শুরু করেছিল সমর্থকদের তরফে। এই পরিস্থিতিতে পদত্যাগ পত্র জমা দিয়ে দেন কুয়াদ্রাত। কে হবেন নতুন কোচ, সেই নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যায় ময়দানে।

নয়া কোচ হিসেবে গত কয়েক সপ্তাহে বেশ কিছু হাই প্রোফাইল নাম উঠে আসতে শুরু করলেও তাঁদের মধ্যে সকলকে পিছনে ফেলে দিয়েছেন অস্কার ব্রুজেন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তাঁর যোগদানের কথাটি। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে এক নয় তথ্য। লাল-হলুদ কোচের দায়িত্ব অনুযায়ী বদল করা হতে পারে দলের বেশ কিছু ফুটবলারদের। বিশেষ করে অস্কার দলের দায়িত্ব নিলে। সেক্ষেত্রে অন্য দল থেকে ইস্টবেঙ্গলে দেখা যেতে পারে এক দাপুটে ফরোয়ার্ডকে। যারফলে স্বাভাবিকভাবেই দল থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক ক্লেটন সিলভা।

Advertisements

সেটা কিছুটা হলেও হতাশাজনক হবে সমর্থকদের কাছে। তবে এখানেই শেষ নয়। এই কোচের পরিকল্পনা অনুযায়ী আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দেখা যেতে পারে মশাল ব্রিগেডে। তিনি মিগুয়েল ফিগুইরা। বর্তমানে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। পূর্বে গোইয়াস সহ ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে বছর চব্বিশের এই মিডফিল্ডারের। শোনা যাচ্ছে অস্কার ব্রুজেন দলের দায়িত্বে তাঁকে ও ভারতে আনতে পারেন তিনি।