১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) অভিযান শুরুর করবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এর প্রায় দুই সপ্তাহ আগেই খুশির হওয়া সবুজ-মেরুন শিবিরে। ষষ্ঠ বিদেশি হিসাবে বাগান ব্রিগেডের সঙ্গে চুক্তি হল ব্রাজিলিয়ান ফুটবলার (Brazilian Footballer) রবসন রবিনহোর (Robson Robinho)। সোমবার সকালেই শহরে এসে পৌঁছবেন তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা। তারপর নেমে পড়বেন এ সি এল টু’র প্রস্ততিতে। ৩০ বছরের ব্রাজিলীয় ফুটবলার শুধু স্ট্রাইকারই নন, প্রয়োজনে দুই প্রান্তে খেলতে পারেন। ফলে পূর্ণশক্তির দল নিয়ে এএফসিতে নামতে পারবে মোহনবাগান।
কলকাতা লিগে ভাগ্য নির্ধারণের দিন, মাঠে মোহনবাগান ও ডায়মন্ড হারবার
রবসনের বেড়ে ওঠা ফুটবলের দেশ ব্রাজিলে। ফুটবলার জীবনের অসংখ্য সাফল্য রয়েছে ব্রাজিলের ক্লাব ফুটবলে। কয়েক মাস আগেই সাও পাওলো লিগে খেলেছেন নেইমার দ্য সিলভার বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলে গত তিন বছরে সাতটা ট্রফি জিতেছেন। তাঁর ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো। ১৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি। সেই সফলতম ফরোয়ার্ড রবসন আজেভেদো দ্য সিলভা এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। রবসন রবিনহো নামে যাঁর দক্ষিণ এশিয়ায় পরিচিতি। গোলমেশিন হিসাব পরিচিত সেই রবসনের সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। ফলে এই গোলমেশিন ও দুর্দান্ত প্লে মেকার রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়বে।
The wait is over…
সাম্বা আবার কলকাতায়! রবসন রবিনহো সবুজ মেরুন 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/zmR2iUgS3A
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 30, 2025
চুক্তির পরে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাখ্যাৎকারে রবসন জানান, “এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম তা সবুজ-মেরুন সমর্থকরা নিশ্চয়ই মনে আছে। এবার সেই সবুজ মেরুন জার্সি পরেই আমি সেরকমই সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।”
মোহনবাগান প্রসঙ্গে রবসন বলেন, “গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের সেরা দুটো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে। আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি, ওদের সাহায্য করার জন্য। ক্লাবে আরও ট্রফি আনতে চাই, ওদের সঙ্গে খেলে।”
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারের ধারণা, “আমি খেলার মধ্যেই আছি। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করি। দু সপ্তাহ সময় পেলেই আমি টিমের সঙ্গে সব দিক থেকেই মানিয়ে নিতে পারব বলে আশা রাখি। আমার নিজের বিশ্বাস, মোহনবাগানের প্রথম এএফসি ২ ম্যাচের আগেই আমি দলের একজন কার্যকর ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব।
তিনি আরও বলেন, “আমি গোল করতে ভালোবাসি, গোল করাতেও। কিন্তু সবার উপরে দলকে ভলোবাসি। তাই আমার ব্যক্তিগত লক্ষ্য যদি জানতে চান তা হলে বলব, দলকে আরও সাফল্য দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট সাফল্যের চূড়ায় পৌঁছেছে। তার বেশি যদি ক্লাব আরও কিছু সম্মান পায় তবে সেটাই হবে আমার লক্ষ্য পূরণ।”
নেমার দ্য সিলভা সান্টোস জুনিয়রের সঙ্গে কয়েক মাস আগেই খেলেছেন সাওপাওলো লিগে। যা নিয়ে তিনি বলেন, “নেইমার দ্য সিলভার বিরুদ্ধে মাঠে নেমে খেলাটা আমার কাছে সম্মানের। ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই। মাঠে আমার প্রতিপক্ষ দলে ও খেলছিল গত ফেব্রুয়ারিতে সাও পাওলো লিগের একটি ম্যাচে। ওই দিনটার কথা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এজন্যই যে, আমি ব্রাজিলের জাতীয় দলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম।”
Brazilian Footballer Robson Robinho sign Mohun Bagan SG ahead of AFC Champions League 2