আগের মরশুমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও তা সফল করতে পারেনি চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আইএসএলের প্লে-অফে মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের।
এই পরিস্থিতিতে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া ফুটবলারদের দিকেও নজর ছিল তাদের। এক্ষেত্রে সবার আগে উঠে আসতে শুরু করেছিল বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের নাম। এছাড়াও এক ব্রাজিলিয়ান ফুটবলারের দিকে নজর রয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্টের।
তিনি লুকাস ব্রাম্বিলা। গত সিজনে ওথেলোস অ্যাথিয়েনোর সঙ্গে যুক্ত ছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেই দলের জার্সিতে খেলেছিলেন প্রায় ২১টি ম্যাচ। গোটা সিজনে মোট ৪টি গোল কন্ট্রিবিউশন ছিল বছর ঊনত্রিশের এই ফুটবলারের। হিসেব অনুযায়ী গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ওথেলোসের। কিন্তু পরবর্তীতে সেই চুক্তি বাড়ানো নিয়ে কোনো প্রস্তাব আসেনি তার কাছে।
এই সুযোগ কাজে লাগিয়েই ব্রাজিলের এই ফুটবলারকে দলে নিশ্চিত করে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। আসন্ন ফুটবল মরশুমে দক্ষিণের এই ফুটবল ক্লাবের জার্সিতেই খেলতে দেখা যাবে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। তার উপস্থিতি নিঃসন্দেহে শক্তি বাড়াবে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের।
Lukas Brambilla said, “I am very happy and honoured to join this great club. The expectations are huge and I can’t wait to wear this shirt and do my best on the field”. pic.twitter.com/zxYl7iVADy
— Chennaiyin Universal (@CFCUniversal) June 20, 2024
দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ভারতের এই অন্যতম ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে আমি প্রচন্ড খুশি। এখানে যোগ দেওয়ার পর থেকেই অনেক আশা রয়েছে। বর্তমানে এই দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছি। এ দলের জার্সিতে আমি সর্বদাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি ধন্যবাদ জানাই চেন্নাইয়িন ম্যানেজমেন্ট সহ দলের কোচ ওয়েন কোয়েলকে। আমার উপর ভরসা রাখার জন্য। বাকিদের সাথে মিলে আমি দলকে চূড়ান্ত সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই।