ময়দানের পোড় খাওয়া কোচ’কে প্রস্তাব দিল East Bengal

হেডকোচ ছাড়া এখনও অবধি আর কোনও বিভাগের কোচ নিযুক্ত করেনি ইস্টবেঙ্গল (East Bengal)। এর আগে শোনা গেছিলো ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের হাতে দলের বাদবাকি কোচ…

Brazilian fitness coach Garcia

হেডকোচ ছাড়া এখনও অবধি আর কোনও বিভাগের কোচ নিযুক্ত করেনি ইস্টবেঙ্গল (East Bengal)। এর আগে শোনা গেছিলো ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের হাতে দলের বাদবাকি কোচ নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ তার হাতে পছন্দমাফিক সাপোর্টিং স্টাফ আনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertisements

এদিকে দোরগোড়ায় ডুরান্ড কাপ। সোমবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম‍্যাচের মধ্যে দিয়ে ডুরান্ডে অভিযান শুরু করবে লাল হলুদ ব্রিগেড। তার আগে এখনও দলের বাকী সাপোর্টিং স্টাফদের নিয়োগ না করায় খানিকটা চাপের মধ্যে আছে ক্লাবের সমর্থক’রা।

Advertisements

এমন একটা সময় শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ব্রাজিলের ৬১ বছর বয়সি ফিটনেস কোচ গার্সিয়া’কে। ভারতীয় ফুটবলের অত‍্যন্ত প‍রিচিত মুখ গার্সিয়া বর্তমানে যুক্ত গোকুলাম কেরালার সাথে।এর আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান,এটিকে’র মতো দলের হয়ে কাজ করেছেন।

অন‍্যদিকে এখনও লাল হলুদের গোলকিপার কোচ’কে হবেন তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।সেই কারণে দুই প্রধানে খেলা প্রাক্তন গোলকিপার অর্পন দে’র হাতে দলের গোলকিপারদের প্রশিক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।