অঘটনের পর অঘটন, হারল ব্রাজিল-আর্জেন্টিনা

Brazil Argentina

বিশ্বকাপ বাছাইপর্বে শোচনীয় পরাজয় বরণ করল ব্রাজিল (Brazil vs Paraguay)। একটি মাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের ২০ মিনিটে প্যারাগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেন দিয়েগো গোমেজ। কাটার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকেও হারের মুখ দেখতে হয়েছে। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা (Argentina vs Colombia)। আরেক ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভেনেজুয়েলা। চিলিকে ২-১ গোলে হারিয়েছে বলিভিয়া।

Advertisements

আলোচনায় দুই বোন! যমজ ফলায় কিস্তিমাত করতে চাইছে বাংলাদেশ

বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। আট ম্যাচে দলটির পয়েন্ট ১০। দক্ষিণ আমেরিকা অঞ্চলের মধ্যে আর্জেন্টিনার অবস্থান প্রথম। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে। পরিসংখ্যানের বিচারে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল এগিয়ে থাকলেও গোল করতে পারেনি। বিশ্বকাপ বাছাইপর্বের আট ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। তিনটি জয় ও একটি ড্র। প্রথম একাদশে তারকার অভাব না থাকলেও ব্রাজিলের অবস্থা শোচনীয়। কোচ সহ দলের প্রত্যেকে এখন সমালোচনার পাত্র।

হাড্ডাহাড্ডি হয়ে রুল আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ। বল দখল ও শট নেওয়ার নিরিখে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ২৫ মিনিটে মোসাকারার গোলে লিড নেয় কলম্বিয়া। রদ্রিগেজের অ্যাসিস্টে গোলটি করেন মোসকেরা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে ছিল কলম্বিয়া।

Advertisements

উঠছে ঘাস, শোচনীয় নিকাশি ব্যবস্থা! চূড়ান্ত ভোগান্তিতে বিদ্ধ নয়ডা

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই সমতায় ফেরে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে সমতাসূচক গোলটি করেন নিকো গঞ্জালেজ। আর্জেন্টিনার সেই গোল উদযাপন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন হামেস রদ্রিগেজ। শেষ ৩০ মিনিটে আর্জেন্টিনা আপ্রাণ চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি।