আলোর আড়ালে থেকে চলে গেলেন ডিনামাইট। পেলে চলে গিয়েছেন। এবার অমৃতলোকে পারি দিলেন ব্রাজিলের ডিনামাইট। পরপারে যাত্রা করলেন খবরের বাইরে থেকেই।
পেশাদার ক্যারিয়ারের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক গোল করে ‘ডিনামাইট’ নামটা জুটিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার কার্লোস রবার্তো ডি অলিভিয়েরা যিনি রবার্তো ডিনামাইট নামেই পরিচিত।
ডিনামাইট ব্রাজিলিয়ান ক্লাব ‘ভাস্কো দ্য গামা’র ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১৯৭১-১৯৭৯ সালে ভাস্কোর জার্সিতে ১১১০ ম্যাচে ৭০৮ গোল করেন। ব্রাজিল জাতীয় দলের দিয়ে জার্সিতে ৩৮ ম্যাচে ২০ গোল – খেলেছেন ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপে৷
১৯০ গোল করে ব্রাজিলিয়ান লীগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রবার্তো ডিনামাইট ক্যান্সারের কাছে হার মেনে গতকাল ৬৮ বছরবয়সে মৃত্যুবরণ করেন।