HomeSports Newsক্লাব বিশ্বকাপে ব্রাজিলের রাজত্ব, আর্জেন্টিনার লজ্জার বিদায়

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের রাজত্ব, আর্জেন্টিনার লজ্জার বিদায়

- Advertisement -

ফুটবলে (Football) ব্রাজিল (Brazil)-আর্জেন্টিনা (Argentina Argentina) দ্বৈরথ কোনো নতুন কিছু নয়। জাতীয় দল হোক বা ক্লাব ফুটবল। দুই দেশের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, গর্ব আর সম্মান যেন শ্বাস-প্রশ্বাসের মতো। কিন্তু এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) সেই লড়াই একতরফা হয়ে উঠেছে। ব্রাজিল যেখানে দাপটের সঙ্গে চার-চারটি ক্লাবকে তুলে দিয়েছে নকআউট পর্বে। সেখানে আর্জেন্টিনা বিদায় নিয়েছে গ্রুপ পর্বেইএকটিও ক্লাব পৌঁছাতে পারেনি দ্বিতীয় রাউন্ডে।

নতুন কাঠামোয় আয়োজিত এবারের ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার দুই প্রতিনিধি ছিল বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট। বহু প্রত্যাশা নিয়ে তারা টুর্নামেন্টে এলেও এক রকম মুখ থুবড়ে পড়েছে এই ঐতিহ্যবাহী দুই ক্লাবের স্বপ্নযাত্রা। বিশেষ করে রিভারপ্লেটের বিদায়টা এসেছে হৃদয়বিদারক এক ম্যাচ শেষে। গ্রুপ ‘ই’-তে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ম্যাচে ড্র করলেই নকআউট নিশ্চিত হতো, কিন্তু ইন্টারের কাছে ২-০ গোলে হেরে শেষ পর্যন্ত গ্রুপের তৃতীয় স্থানে নেমে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা।

   

রিভারপ্লেটের হারটা শুধু ফলাফলে সীমাবদ্ধ থাকেনি, ছিল মানসিক বিপর্যয় আর শৃঙ্খলার অভাবও। ৬৬ মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে হেনরিখ মেখিতারিয়ানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। তারপর ৭২ মিনিটে ১৯ বছর বয়সী ইতালিয়ান তরুণ ফ্রানচেস্কো পিও এসপসিতোর গোলে এগিয়ে যায় ইন্টার। এক গোলের ঘাটতি পূরণে মরিয়া রিভারপ্লেট তখন খেলছিল ১০ জন নিয়ে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল হজম করে আরও এক ধাক্কা খায় তারা। পরে মারামারির ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো মন্তিয়েল। ৯ জনের দলে পরিণত হয়ে হতাশার গল্পেই পরিণত হয় আর্জেন্টিনার প্রতিনিধি।

তবে অন্যদিকে ব্রাজিল যেন ফুটবলীয় পরাশক্তির সংজ্ঞা নতুন করে লিখছে। দেশটির চারটি ক্লাব—পালমেইরাস, বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্স সবকটিই দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এর মধ্যে পালমেইরাস ও বোতাফোগোকে দেখা যাবে পরস্পরের মুখোমুখি। অর্থাৎ, অন্তত একটি ব্রাজিলিয়ান ক্লাবের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। শুধু তা-ই নয়, দ্বিতীয় রাউন্ডে আরও দুই ব্রাজিলিয়ান ক্লাব—ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্স—মজবুত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছে।

ইন্টার মিলান দ্বিতীয় রাউন্ডে খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে। অন্যদিকে, মেক্সিকান ক্লাব মন্তেরেই, যারা উরাওয়া রেড ডায়মন্ডসকে ৪-০ গোলে হারিয়ে রিভারপ্লেটকে ছিটকে দিয়েছে, তারা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। ডর্টমুন্ডও ফর্মে রয়েছে—গ্রুপ পর্বে উলসানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হয়েছে তারা। একই গ্রুপ থেকে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স রানার্সআপ হয়ে উঠেছে শেষ ষোলোতে।

এই চিত্র বলছে, লাতিন আমেরিকার দুই ফুটবল সুপারপাওয়ারের মধ্যে পার্থক্য এখন শুধু প্রতিভা বা ইতিহাসে সীমাবদ্ধ নেই, মাঠের পারফরম্যান্সেও। ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ধারাবাহিকতা, টেকনিক্যাল গভীরতা আর প্রতিযোগিতামূলক মানসিকতা তাদের নিয়ে যাচ্ছে সামনের দিকে। আর আর্জেন্টিনা? ঐতিহ্য থাকলেও সে অনুযায়ী প্রস্তুতি বা মানসিক দৃঢ়তায় ঘাটতি থেকেই যাচ্ছে।

এবারের ক্লাব বিশ্বকাপে তাই স্পষ্ট হয়ে উঠেছে এক জোরালো বার্তা—লাতিন আমেরিকার ক্লাব ফুটবলে এখন ব্রাজিলের একাধিপত্য, আর্জেন্টিনার নাম শুধু স্মৃতিতে।

Brazil dominates FIFA Club World Cup 2025 knockout Argentina Club eliminated

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular