ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স ছিল মানালো মার্কেজের এফসি গোয়ার (FC Goa)। প্রথম থেকেই তারা পরাজিত করেছে একের পর এক হেভিওয়েট দলকে। যালফলে, অনায়াসেই প্লে-অফ নিশ্চিত করেছিল এই ফুটবল ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেমিফাইনালে তারা পরাজিত হয় শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে।
প্রথম লেগের ম্যাচে তাদের বিরুদ্ধে এগিয়ে থাকলেও জয় সুনিশ্চিত করা সম্ভব হয়নি তাদের পক্ষে। পরবর্তীতে দ্বিতীয় লেগে ও ফের ভরাডুবি। যারফলে, চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। অন্যদিকে, শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই।
নতুন মরশুমে ও নিজেদের এই সাফল্য ধরে রাখার লক্ষ্য তাদের। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করেছে এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে প্রথমেই তাদের নজর গিয়ে পড়েছিল অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এফসি গোয়ায় দিকে। তাদের দলের অন্যতম দাপুটে ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেসের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। হিসেব অনুযায়ী চলতি মাসের শেষ পর্যন্ত এফসি গোয়া দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ভারতীয় দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
তবে এরপরেই গোয়া ছাড়ছেন তিনি। নতুন মরশুম থেকেই তিনি খেলবেন পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির জার্সিতে। যারফলে, প্রায় সাত বছর পর নিজের পুরোনো দলে ফিরছেন ব্র্যান্ডন ফার্নান্ডেস। যা নিঃসন্দেহে খুশি করতে চলেছে সমর্থকদের। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে মোট কুড়িটি অ্যাপিয়ারেন্সে ৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট থেকেছে এই তারকার।
সবদিক বিবেচনা করেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তবে এখনি দল ছাড়তে খুব একটা আগ্ৰহী ছিলেন না এই ভারতীয় তারকা। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি এখনি ক্লাব ছাড়ার কথা ভাবিনি। তবে অপ্রত্যাশিত ছিল গোটা বিষয়টি। আমি এই ক্লাবের হয়েই লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে আমাকে দল বদলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছিল।