চোটের কবলে ব্র্যান্ডন ফার্নান্দেজ, কী ভাবছেন মানোলো?

গত কয়েকদিন ধরেই চোট সমস্যায় ভুগছে ভারতীয় ফুটবল দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে খেলোয়াড়দের তালিকা ঘোষণা করার পরেই চোটের সমস্যা দেখা দিয়েছিল আশীষ রাইয়ের। যা…

Brandon Fernandes

গত কয়েকদিন ধরেই চোট সমস্যায় ভুগছে ভারতীয় ফুটবল দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে খেলোয়াড়দের তালিকা ঘোষণা করার পরেই চোটের সমস্যা দেখা দিয়েছিল আশীষ রাইয়ের। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। পরবর্তীতে তাঁর বিকল্প হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হয় টেকচাম অভিষেক সিংকে‌। কিন্তু সেখানেই শেষ নয় পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই দীর্ঘ হয়েছে চোটের তালিকা। বিশেষ করে গত কয়েকদিন আগেই গুরুতর চোট পান দলের আপফ্রন্টের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে।

বলতে গেলে যা বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। মনে করা হচ্ছিল ছাংতের পরিবর্তে হয়তো মাঝমাঠের শক্তি বাড়াতে কোনও ফুটবলারকে দলে নিতে পারেন মানোলো মার্কুয়েজ। কিন্তু তেমন কিছুই হয়নি। তারপর গত বুধবার সকালে ফের ধাক্কা খায় ব্লু-টাইগার্স। মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগেই চোট আসে দলের তারকা উইঙ্গার মনবীর সিংয়ের। তবুও শিলংয়ের বুকে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি ভারতীয় ফুটবল দলের। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই ব্র্যান্ডন ফার্নান্দেজের (Brandon Fernandes) ভাসানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাহুল ভেকে।

   

কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চোটের কবলে পড়তে হয় এই মিডফিল্ডারকে। যারফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয় ব্র্যান্ডনকে। বিকল্প হিসেবে মাঠে আসেন ফারুক চৌধুরী। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে গোলের সহজ সুযোগ ও পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। তবে এই চোটের দরুন এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে তিনি যে মাঠে নামতে পারবেন না তাঁর আভাস মিলেছিল অনেক আগেই। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই নিয়েই মুখ খোলেন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কুয়েজ।

তিনি বলেন, ” নিশ্চিতভাবে বলা যায় ব্র্যান্ডনকে পাওয়া যাবে না। আমরা পরিবর্তে কাউকে আনবো। আমরা ব্রাইসনকে কভার করব, যিনি আজ স্ট্যান্ডে ছিলেন। তবে দেখা যাক কোন খেলোয়াড়কে নামানো হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে আমরা আইএসএল-এর গত ম্যাচের পর একের পর এক প্রায় তিনজন ফুটবলারকে হারিয়েছি। তাছাড়া ম্যাচের আগে মনভীর এবং আজ ব্র্যান্ডন। এটা আমায় হতাশ করেছে। তবে এখানকার মাঠ যথেষ্ট ভালো।

কিন্তু নর্থইস্টের পাশাপাশি মুম্বাইয়ের বিপক্ষে খেলার সময় দলের অনেক ফুটবলার মাঠে পিছলে পড়েছিলেন। এবং আজ, আবার, ব্র্যান্ডনের চোট ঘটেছে কারণ তিনি একা পিছলে গিয়েছিলেন।”

স্প্যানিশ কোচের কথায় , ” এমন পরিস্থিতি ফুটবলারদের জন্য যথেষ্ট বিপদজনক। দেখা যাক। তবে আমি আশা করি যে তাঁর বড় ধরনের চোট হবে না, তবে আমার মনে হয়না যে এখন আর খেলতে পারবে।” এই পরিস্থিতিতে আদৌও কাকে নামানোর সিদ্ধান্ত নেন মানোলো এখন সেটাই দেখার।