বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের হাতছানি জারিনের কাছে !

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলো নিখাত জারিন। মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগের ফাইনালে পৌঁছলেন তিনি।হারিয়েছেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে।তবে হেরে গেছেন ভারতের মনীষা মোন ,পরভিন হুডারা।

যুব বিশ্বচ্যাম্পিয়ন জারিনের কাছে এবার বড়দের বিভাগেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।এদিন ব্রাজিলের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়েছেন তিনি।জারিনের আগে ভারতের মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি এই প্রতিযোগীতায় জয়লাভ করেছিল।এখনও অবধি দেশের সেরা সাফল্য এসেছিল ২০০৬ সালে, সেইবার মোট আটটি পদক জিতেছিল ভারত।চারটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ।

   

শেষবার মঞ্জু রানি (রুপো ) এবং মেরি কম (ব্রোঞ্জ) পদক এনে দিয়েছিলেন দেশকে।ইতিমধ্যে সেমিফাইনালে হেরেছেন ৫৭ কেজি বিভাগে মনীষা মোন এবং ৬৩ কেজি বিভাগে পরভিন হুডা,তারা ব্রোঞ্জ পাবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন