আগের মরসুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া (FC Goa)। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই সর্বভারতীয় খেতাব জয়ের সুবাদেই এবার এএফসির টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছিল গোয়া শিবির। সেখানে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল এই ফুটবল ক্লাব। পাশাপাশি সুপার কাপের নয়া সিজনে ও নিজেদের ছন্দ বজায় রাখার লক্ষ্য ছিল সকলের। তবে দাপিয়ে ফুটবল খেলেও এএফসিতে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছে একের পর এক ম্যাচে। দিনকয়েক আগেই এই আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারতের এই দল।
এই সংক্রান্ত আরও: ইস্তিকলোলের কাছে হার, দেজানের গোলেও বাঁচল না এফসি গোয়া
কিন্তু সেখানে ও আসেনি জয়। দেজান ড্রাজিচের গোলে দল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সেটা বজায় রাখা সম্ভব হয়নি। সেই ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল টানা দুইবারের সুপার কাপ জয়ীরা। যারফলে অনেকেই মনে করেছিল যে অ্যাওয়ে ম্যাচে পরাজিত হতে হলেও এবার হয়তো আসবে জয়। প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে ছিল গোয়া ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠেছিল তাজিকিস্তানের এই ফুটবল দল। ম্যাচের চতুর্থ কোয়ার্টারের মধ্যেই দলকে সমতায় ফিরিয়ে ছিলেন সেউন কোমোলাফে। তারপর ঠিক তিন মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিয়েছিল ইস্তিকলোল। সেখান থেকেই দলকে এগিয়ে দিয়েছিলেন জুরাবোয়াগ। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি গোয়া।
এই সংক্রান্ত আরও: আল-জাওরা ম্যাচের প্রস্তুতিতে মগ্ন এফসি গোয়া
শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে পরাজিত হয়েই মাঠে ছেড়েছিল মানোলো মার্কেজের ছেলেরা। তবে এসবের মাঝেই এবার ফের ধাক্কা খেল এবারের সুপার কাপ জয়ীরা। আসন্ন ফুটবল টুর্নামেন্টের আগেই এবার দল ছাড়লেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে উঠে আসতে শুরু করেছিল তাঁর দল ছাড়ার বিষয়টি। এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে গেল এবার। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর দল ছাড়ায় বিষয়টি জানিয়ে দেয় গোয়া ম্যানেজমেন্ট।
সেখানে টানা তিনবারের এই সুপার কাপ জয়ী তারকার ছবি আপলোড করে লেখা হয়, ‘ ৫১টি ম্যাচ। ১৪টি গোল। ১০টি অ্যাসিস্ট। আমাদের মিডফিল্ডের কেন্দ্রে এক সত্যিকারের স্তম্ভ। ধন্যবাদ, বোরহা। আইএসএল সেমিফাইনালে সেই বজ্রসম ফ্রি-কিকটি থেকে শুরু করে, যা ফাতোর্দাকে আনন্দে ভাসিয়েছিল, এবং সুপার কাপ ফাইনালে সেই অবিস্মরণীয় জোড়া গোল পর্যন্ত, যা ট্রফিটি ঘরে এনেছিল। তুমি আমাদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছ যা আমরা চিরকাল মনে রাখব। তুমি যখন একটি নতুন অধ্যায় শুরু করছ, আমরা তোমার জন্য শুধু সাফল্যই কামনা করি।’


