
শেষ কিছু বছরে ভারতীয় ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছিলেন বোরহা হেরেরা (Borja Herrera)। একটা সময় হায়দরাবাদ এফসিতে যোগদান করার মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার দলের হয়ে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন তিনি। তাঁর এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বোরহার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল মশাল শিবিরকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল ফলাফলে।
এমনকি ওডিশার মাটিতে কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। কিন্তু সেই সিজনের মাঝামাঝি সময় তাঁকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। এই স্প্যানিশ মিডফিল্ডারের আসায় আগের থেকে অনেকটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিল গোয়ার এই ফুটবল ক্লাব। এমনকি এবারের এই নয়া সিজনের শুরু থেকে ও দারুন ছন্দে দেখা গিয়েছে গোয়া শিবিরকে। সেইসাথে একক দক্ষতায় ও যথেষ্ট নজর কেড়েছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার আইএসএলে চূড়ান্ত সিদ্ধান্ত সাফল্য না আসলেও প্রথম থেকেই অন্যান্য দল গুলির সাথে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল গোয়া।
তারপর জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে গতবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া ব্রিগেড। এমনকি সেই ধারা বজায় থেকেছে এবার। শক্তিশালী ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে খেতাব ধরে রেখেছে মানোলোর ছেলেরা। সেক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোরহার। কিন্তু আসন্ন ফুটবল টুর্নামেন্টে আর গোয়া দলের হয়ে খেলা হচ্ছে না এই তারকার। সপ্তাহ কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। কিন্তু কোথায় যেতে পারেন এই ফুটবলার? সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। মনে করা হচ্ছিল সব ঠিকঠাক থাকলে ইন্দোনেশিয়ার ফুটবল লিগেই খেলতে যেতে চলেছেন বোরহা।
সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গত কয়েকদিন আগেই তাঁর যোগদানের কথা জানিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার ফুটবল লিগের দল পার্সিজাপ জেপারা। এবার এফসি গোয়ার পর এই দলের হয়েই নিজেকে মেলে ধরতে চাইবেন এই ফুটবলার।










