শেষ কয়েক মরসুম ধরেই দেশের ক্লাব ফুটবলে অনবদ্য পারফরম্যান্স করে আসছিলেন বোরহা হেরেরা। একটা সময় হায়দরাবাদ এফসিতে যোগদান করার মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার দলের হয়ে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন তিনি। যা নজর কেড়েছিল সকলের। তাঁর এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বোরহার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল লাল-হলুদের মাঝমাঠকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল ফলাফলে।
সেবার কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। কিন্তু মরসুমের মাঝামাঝি সময় তাঁকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। এই স্প্যানিশ মিডফিল্ডারের আসায় আগের থেকে অনেকটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিল গোয়ার এই ফুটবল ক্লাব। এমনকি এবারের এই নয়া সিজনের শুরু থেকে ও দারুন ছন্দে দেখা গিয়েছে গোয়া শিবিরকে। সেইসাথে একক দক্ষতায় ও যথেষ্ট নজর কেড়েছিলেন এই স্প্যানিশ তারকা। সেবার আইএসএলে চূড়ান্ত সিদ্ধান্ত সাফল্য না আসলেও প্রথম থেকেই অন্যান্য দল গুলির সাথে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল গোয়া শিবির।
কিন্তু শিল্ড হাতছাড়া হওয়ার পর টুর্নামেন্টের সেমিফাইনালে পরাজিত হতে হয়েছিল তাঁদের। যদিও পরবর্তীতে জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে গতবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয় গোয়া। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোরহার। এমনকি এবার ও সুপার কাপের ফাইনালে লাল-হলুদের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেছিলেন তিনি। এখন সেইসব অতীত। গত শুক্রবার তাঁর দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। পরবর্তীতে সেই নিয়ে আবেগঘণ পোস্ট করেন এই তারকা। তিনি লেখেন, ‘ আজ এমন একটা দিন যা আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আসবে। আড়াই মরসুম পর, আমাকে বিদায় জানাতে হচ্ছে, এবং আমার প্রত্যাশা মতো নয়। পরিস্থিতি আমার পরিবারের জন্য অসহনীয় হয়ে উঠেছে। দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন, কারণ অসংখ্য বৈঠকের পরও তাঁরা এখনও কোনও বাস্তব সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু যাওয়ার আগে, আমি এই ক্লাবের প্রতিটি ব্যক্তিকে, আমার অসাধারণ সতীর্থদের যারা তার চেয়েও বেশি – তাঁরা আমার বন্ধু – এবং সমস্ত সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সর্বদা তাদের সমর্থন এবং শ্রদ্ধা দেখিয়েছেন।’
আরও লেখেন, ‘আমি ভারাক্রান্ত হৃদয়ে চলে যাচ্ছি কারণ আমি গত দুই বছর ধরে, ভালো এবং খারাপ সময় পেরিয়ে, যেমন গত কয়েক মাস যেখানে আমি সত্যিই দেখেছি যে একটি পরিবারের মতো একটি দল থাকার অর্থ কী, এবং যারা সমস্যা সত্ত্বেও, প্রতিদিন হাসিমুখে প্রশিক্ষণে আসার চেষ্টা করেছে। আমার পরিবার এবং আমি খুব খুশি, এবং আমরা গোয়ার অনেক অবিস্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছি। আমার কাছে এখন শুধু ধন্যবাদ জানানোর বাকি আছে, আর আমি তোমাদের সবসময় আমার হৃদয়ে ধারণ করব।’ সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি উল্লেখ করেন, ‘দয়া করে বাজে কথা বন্ধ করুন এবং ভারতীয় ফুটবলকে বাঁচানোর সিদ্ধান্ত নিন, এটা লজ্জাজনক।’


