বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টেস্ট সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মহিলা ও পুরুষ ক্রিকেট দলের সূচি প্রকাশ করেছে। এর মধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হবে। এবার মোট পাঁচটি টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে। সিরিজ আয়োজনের দায়িত্বে থাকবে অস্ট্রেলিয়ায়।
বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫ ক্রীড়া সূচি:
• প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর, পার্থ
• দ্বিতীয় টেস্ট: ৬-১০ ডিসেম্বর, অ্যাডিলেড (দিবা-রাত্রির টেস্ট)
• তৃতীয় টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর, ব্রিসবেন
• চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন
• ৫ম টেস্ট: ৩-৭ জানুয়ারি, সিডনি
SCHEDULE RELEASE: It’s a summer line-up like no other!
Register now for priority access to tickets for when England, India, Pakistan and New Zealand hit our shores in the summer of 2024-25 – https://t.co/eoz38ZyhId pic.twitter.com/d1oSUq3d1m
— Cricket Australia (@CricketAus) March 26, 2024
এখনও পর্যন্ত ১৬ বার বর্ডার গাভাসকর ট্রফি আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়াকে ১০ বার হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র ৫ বার। ২০০৩-০৪ সালে সিরিজ ড্র হয়েছিল। শেষ পাঁচটি বর্ডার গাভাসকর ট্রফির মধ্যে টানা চারটিতেই জিতেছে ভারত। যার মধ্যে দু’বার নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারতীয় দল। এ বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পাশাপাশি বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারতীয় দল। গতবার ফাইনালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০২১ সালে ফাইনালে ভারতকে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।