অবসরের সিদ্ধান্ত পাল্টে বর্ডার-গাভাসকার ট্রফিতে ফিরতে চলেছেন ওয়ার্নার

তিনি মেধাবী ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলে তার অবদান বাঁধিয়ে রাখার মত। ক্রিকেটের এই সুদীর্ঘ ফরম্যাটে নান্দনিক ব্যাটিং শব্দটির কথা উঠেলেই অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নাম প্রথম সারিতে থাকবেই। তবে লাল বলের ক্রিকেটে তাঁর বর্নাঢ্য ক্যারিয়ারের ইতি অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছেন তিনি। তবে অবসরে থাকলেও আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে এবার সাদা জার্সি গায়ে ফেরার ইঙ্গিত দিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার (David Warner international return)।

গতকাল সংবাদমাধ্যমে এমনই বড়ো ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির (BGT) সিরিজের আগে ফের ব্যাট হাতে মাঠে নামতে চান এই বাঁ -হাতি ব্যাটার। ৩৮ বছর বয়সী এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার, যিনি এই বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, সম্প্রতি জানিয়েছেন যে তিনি আবার খেলার জন্য প্রস্তুত আছেন যদি দলে তাঁর প্রয়োজন হয়।

   

বিখ্যাত অস্ট্রেলীয় সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে ওয়ার্নার এদিন বলেছেন,”আমি সবসময় প্রস্তুত আছি, শুধু ফোন আসার অপেক্ষা। আমি হয়তো এই মুহূর্তে অবসরে আছি, কিন্তু যদি দলের আমার প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত।”

ওয়ার্নারের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন অস্ট্রেলিয়ার নির্বাচকরা উসমান খোয়াজার ওপেনিং সঙ্গী খুঁজছেন। নির্বাচক প্রধান জর্জ বেইলি স্পষ্ট করেছেন যে কিংবদন্তি তারকা ব্যাটার স্টিভ স্মিথ ওপেনিং করবেন না এবং তিনি নিজের চতুর্থ পজিশনে ফিরবেন। এর ফলে, অস্ট্রেলিয়ান দলের ওপেনার পজিশনে খালি জায়গা তৈরি হয়েছে।

কোচ হয়েও পাকিস্তানে ‘সাফাইকর্মীর’ কাজ করছেন গিলেস্পি

তবে ওপেনার হিসাবে অস্ট্রেলিয়া ১৯ বছর বয়সী স্যাম কনস্ট্যান্স এবং অভিজ্ঞ মার্কাস হ্যারিসকে খেলাতে পারে। এদিকে, ওয়ার্নারের পুনরায় খেলার ইচ্ছা প্রকাশ নির্বাচকদের জন্য একটি সহজ সমাধান হতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে, নির্বাচকরা এই সুযোগকে কীভাবে ব্যবহার করেন।

বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই দলে এই ‘চমকপ্রদ’ পরিবর্তন আনছে বিসিসিআই

প্রসঙ্গত উল্লেখ্যঃ যে স্মিথ ইতিমধ্যে জানিয়েছেন যে লাল বলের ক্রিকেটে তিনি ওপেনিং করবেন না এবং নিজের পুরোনো চতুর্থ স্থানে ফিরে আসবেন। কারণ ওপেনার হিসাবে শুরুতেই খেলার গতি বেশ কিছুটা হলেও বাড়াতে হয় ব্যাটারদের; যাঁর কারণে মিডল অর্ডার ব্যাটাররা স্বচ্ছন্দে রানের গতি বাড়াতে পারেন। আর শুরুতেই এই কাজটি করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন স্মিথ, যার কারণেই তাঁর এই সিদ্ধান্ত। তবে ওয়ার্নারের প্রত্যাবর্তনের (David Warner international return) ঘোষণা তাই দলকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের এই টেস্ট সিরিজ আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন