HomeSports NewsMohun Bagan: যুবভারতীতে বাড়ল মোহনবাগানের ফাইনাল খেলার সম্ভাবনা 

Mohun Bagan: যুবভারতীতে বাড়ল মোহনবাগানের ফাইনাল খেলার সম্ভাবনা 

- Advertisement -

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি নয়তো এফসি গোয়া। মোহনবাগান সেমিফাইনাল জেতার পরেই বেড়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচ আয়োজন হওয়ার সম্ভাবনা। 

চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল কোন মাঠে হতে পারে সে ব্যাপারে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। আগামী ৪ মে চলতি মরসুমের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু কোথায়, কোন মাঠে? লিগের শীর্ষস্থানীয় দলের হোম গ্রাউন্ডে খেলা হবে বলে জানা গিয়েছে। 

   

১৫ এপ্রিল মোহনবাগান থ্রিলারে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল। প্রাথমিক পর্বে এফসি গোয়া তৃতীয় স্থানে নিজেদের পজিশন বজায় রেখেছিল। অতএব কলকাতা, মুম্বই ও গোয়া এবারের আইএসএল ফাইনাল ম্যাচ আয়োজন করার দৌড়ে রয়েছে। ভেন্যু নিশ্চিত হলেই ম্যাচের টিকিট বিক্রি করার প্রক্রিয়া শুরু হবে। সমর্থকদের অনেকের আশা, ফাইনাল হবে কলকাতার মাঠে। 

মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে চলে যাওয়ার পর অবশিষ্ট প্লে অফের সময় সূচী:
* এপ্রিল ২৯: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ)- মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া (মুম্বই ফুটবল এরিনা, মুম্বই)। প্রথম লেগের নিরিখে এগিয়ে রয়েছে মুম্বই। 
* ৪ মে: ফাইনাল – সেমিফাইনাল ১ এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২ এর বিজয়ী (শীর্ষস্থানীয় দলের হোম গ্রাউন্ড)

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular