CFL: ইস্টার্ন রেলের হয়েই ঘুরে দাঁড়াতে চাইছেন বিশ্বজিৎ

ইস্টার্ন রেলে ফিরে এসেছেন বিশ্বজিৎ ওরাওঁ (Biswajit Oraon)। রেলের হয়েই নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনি। গতবারের কলকাতা ফুটবল লিগে (CFL) নজর করেছিলেন বিশ্বজিৎ। হয়েছিলেন ম্যান…

CFL Biswajit Oraon

ইস্টার্ন রেলে ফিরে এসেছেন বিশ্বজিৎ ওরাওঁ (Biswajit Oraon)। রেলের হয়েই নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনি। গতবারের কলকাতা ফুটবল লিগে (CFL) নজর করেছিলেন বিশ্বজিৎ। হয়েছিলেন ম্যান অফ দ্যা ম্যাচ।

   

East Bengal: আরও এক স্ট্রাইকারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল!

কলকাতা ফুটবল লিগের অন্যতম উদীয়মান ফুটবলার বিশ্বজিৎ ওরাওঁ। মূলত রক্ষণভাগের ফুটবলার। দলের প্রয়োজনে মাঝ মাঠেও ব্লকার হিসেবে খেলার দক্ষতা তাঁর রয়েছে। গোয়া প্রো লিগেও খেলেছেন বিশ্বজিৎ ওরাওঁ।

পেশাদার ফুটবলার হিসেবে বছর চব্বিশের বিশ্বজিৎ খেলেছেন একাধিক ক্লাবের হয়ে। গিয়ার স্পোর্টিং ক্লাব, ক্যালকাটা জিমখানা হয়ে যোগ দিয়েছিলেন ইস্টার্ন রেলওয়ের ফুটবল দলে। এরপর গত বছরের কলকাতা ফুটবল লিগে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছিলেন। সিএফএল খেলার পর যোগ দিয়েছিলেন গোয়া প্রো লিগের ক্লাব ইয়ং বয়েজ অফ টংকা-তে যোগ দিয়েছিলেন। গোয়ার লিগেও দক্ষতার সঙ্গে খেলেছেন বেলঘরিয়ার নিমতার বাসিন্দা বিশ্বজিৎ।

CFL: ৩ ম্যাচে ২টো ক্লিনশীট, আরও ভাল খেলার আশায় কাজী

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হয়ে খেলে একবার ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন বিশ্বজিৎ ওরাওঁ। ডালহৌসির বিরুদ্ধে ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স ছিল। রেলের হয়ে এবার আরও ভাল খেলতে চাইছেন বিশ্বজিৎ। নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ পাবেন বলে আশা করছেন। আগামী দিনে কলকাতার বড় ক্লাবে খেলার ইচ্ছা রয়েছে। তবে এখনই তাড়াহুড়ো করতে চাইছেন না। ধাপে ধাপে এগোতে চাইছেন বিশ্বজিৎ।