শনিবার কলকাতা ডার্বিতে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। বলা যায় তার গোলেই একটা সময় এগিয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যদিও শেষ পর্যন্ত সে ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের গোলের দরুন অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই হাই ভোল্টেজ ম্যাচ। তাই এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে দুই দলকে।
তবে শক্তিশালী মোহনবাগানের বিপক্ষে লাল-হলুদের লড়াকু পারফরম্যান্স মন জিতে নিয়েছে সকলের। পয়েন্ট তালিকাতেও এসেছে বদল। ১১ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকল মোহনবাগান। অন্যদিকে, ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে আসল ইস্টবেঙ্গল।
তবে জেতা ম্যাচ আটকে যাওয়ায় কিছুটা হলেও অখুশি লাল-হলুদ সমর্থকরা। উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসছিল লাল-হলুদ ব্রিগেড । ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের ফুটবলারদের ভালো পারফরম্যান্স করার কথাই শোনা যায় কার্লোস কুয়াদ্রাতের থেকে। তার কথায় এই ম্যাচ জেতার অন্যতম দাবিদার ছিল ইস্টবেঙ্গল। তবুও রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে বদলে গিয়েছে ম্যাচের পরিস্থিতি। কিন্তু ছেলেদের পারফরমেন্সে যথেষ্ট খুশি লাল-হলুদের এই নতুন কোচ। অন্যদিকে, গত ৩ তারিখ জন্মদিন ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভার।
তাই ম্যাচ শেষে কিছুটা সাদামাটা ভাবেই নিজের জন্মদিন উদযাপন করলেন তিনি। দলের সকল খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সাপোর্টিং স্টাফদের সঙ্গে নিয়ে কাটেন কেক। তারপর কোচের পাশাপাশি ফুটবলারদের সাথে কেক খাওয়ানোর পর্ব মিটিয়ে দল চলে যায় হোটেলে। ডার্বি জিতলে হয়তো আরও বড় করে সেলিব্রেশন করতে দেখা যেত ফুটবলারদের। তবে এই সেলিব্রেশন হয়তো পরবর্তী ম্যাচের জন্য তুলে রাখল লাল-হলুদ ব্রিগেড।