বর্তমানে ভারতবর্ষের বাইরে গিয়ে ফুটবল খেলা দেশীয় ফুটবল সার্কিটে খুব একটা নতুন নয়। একটা সময় পাহাড়ি বিছে তথা বাইচুং ভুটিয়া থেকে শুরু করে জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী সহ গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ ঝিঙ্গানদের মতো ফুটবলাররা ও খেলে এসেছেন বিদেশি ক্লাবে। সুযোগ মতো নিজেদের প্রমাণ ও করেছিলেন প্রায় প্রত্যেকে। গত বছর সেই তালিকায় যুক্ত হয়েছিলেন বিজয় ছেত্রী (Bijay Chhetri)। ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসিতে খেলার পর উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কোলন এফসিতে সই করেছিলেন তিনি।
প্রথম লোন চুক্তি থাকলেও বর্তমানে তাঁর পারফরম্যান্স নিয়ে খুশি ম্যানেজমেন্ট।যারফলে এবার স্থায়ী চুক্তিতে খেলছেন এই দলে। পূর্বে তাঁর বিদেশে যাওয়ার তথ্য সামনে আসার পর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। তারপর থেকেই কোলন এফসির জার্সিতে বিজয়কে দুরন্ত ছন্দে দেখার অপেক্ষায় ছিল সকলে। এবার উরুগুয়ের এই ফুটবল ক্লাব নিয়ে নিজের সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট করলেন বিজয়। সেখানে নিজের বর্তমান ক্লাবের বেশকিছু ছবি আপলোড করে তিনি লেখেন, ” আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য। বিশেষ কিছু মানুষের সহায়তা ছাড়া এই দলে খেলা আমার জন্য সহজ ছিল না।”
আরও বলেন, ” গত বছর চেন্নাইয়িন এফসি থেকে লোনে আসার দিন থেকে শুরু করে পরবর্তীতে জানুয়ারি মাসে ক্লাবের সাথে স্থায়ী চুক্তি দিন, কোলন এফসির কিছু কর্মকর্তাও আমার উন্নতির জন্য সত্যিই সহায়ক ছিলেন। আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।” বলাবাহুল্য, একটা সময় ইন্ডিয়ান অ্যারোজের মধ্যে দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বিজয়। পরবর্তীতে চেন্নাই সিটি থেকে শুরু করে রিয়াল কাশ্মীর হয়ে এসেছিলেন হায়দরাবাদের শক্তিশালী ফুটবল ক্লাব শ্রীনিধি ডেকানে।
সেখান থেকেই প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসেন চেন্নাইয়িন এফসিতে। তারপর এবার সুযোগ পেয়েছেন উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের এই ফুটবল ক্লাবে। যা নিঃসন্দেহে বিরাট সাফল্য।
View this post on Instagram