মেরিনার্সদের দুই তারকা ফুটবলারের ইনজুরি ইস্যুতে বড় আপডেট সামনে এল

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগান (ATK Mohun Bagan) শনিবার খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো দলের ইনজুরি…

Florentin Pogba

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগান (ATK Mohun Bagan) শনিবার খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো দলের ইনজুরি ইস্যুতে ভক্তদের বড়সড় আপডেট দিয়েছেন।

Advertisements

ATKমোহনবাগান দলে ফুটবলার তিরির অনুপস্থিতি চোখে লাগছে।সময়ে সময়ে তিরি ইনজুরি থেকে ফিরে আসার লড়াইর মুহুর্ত সোশাল মিডিয়াতে পোস্ট করছে।সবুজ মেরুন ভক্তরা তিরির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দলে কবে যোগ দেবে তা জানতে চাইছে। এই নিয়ে প্রি ম্যাচ প্রেস মিটে হুয়ান ফেরান্দো জানান,”তিরি ক্রমশ সেরে উঠছে। ডাক্তাররা যখন বলবেন ও খেলতে পারবে, তখনই ও মাঠে নামবে”। একইভাবে জনি কাউকোর চোট ইস্যুতে ফেরান্দো নিজের হতাশা চেপে না রেখে বলেন,”জনির ক্ষেত্রে প্রায় অসম্ভব। কারণ, ওর পায়ে অস্ত্রোপচার হবে”।

বিজ্ঞাপন

বর্তমানে ডিফেন্ডার তথা ATKমোহনবাগান অধিনায়ক ফ্লোরেন্টিন পোগবাও চোট সমস্যায় জর্জরিত। ফেরান্দো পোগবার ইনজুরি আপডেট ইস্যুতে বলেন,”তিরি ও পোগবার ভবিষ্যত ডাক্তারদের হাতে। তবে মাথায় ঠাণ্ডা রেখে এই সিদ্ধান্তগুলো নিতে হয়। কারণ, ওদের চোট গুরুতর”।

এর মধ্যে আবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গত ম্যাচে ৪৫ মিনিটের মাথায় স্ট্রাইকার মনবীর সিং’র চোট লাগে,ফলে কিয়ান নাসিরি মাঠে নামে,মনবীর ম্যাচ ছেড়ে উঠে যায়।এই নিয়ে ফেরান্দো জানিয়েছেন,”মনবীরের জন্য ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে”।প্রসঙ্গত,দিমিত্রি পেট্রাটস দলের সঙ্গে ফের যোগ দিয়েছে তা স্বীকার করে নিয়ে মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দো জানান,”এটা আমাদের কাছে একটা ভাল খবর। ও ভাল পারফরম্যান্স দেখালে দলের পক্ষেই সেটা ভাল হবে”।

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগান (ATK Mohun Bagan) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে হারিয়ে বাউন্সব্যাক করেছে। এফসি গোয়ার বিরুদ্ধে ফতোরদায় হারের ধাক্কাতে লিগ টপার হওয়ার আশা ভেস্তে গিয়েছে।হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো ম্যাচে যে খেলাটা খেলেছে প্রীতম কোটাল, আশিস রাইরা ওই মুড ধরে রাখতে চাইছে সবুজ মেরুন স্কোয়াড। কেননা লিগ টেবলে কেরালা ব্লাস্টার্স এফসি,ATKমোহনবাগান, ওডিশা এফসি,হায়দরাবাদ এফসি এবং লিগ টপার মুম্বই সিটি এফসির এই টিমগুলোর মধ্যে পয়েন্ট ব্যবধান খুবই কম,একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে।তাই দলগুলোর কাছে ISLর প্রতিটি ম্যাচ এখন ‘ডু অর ডাই’।