ছবি জল্পনার মধ্যেই প্রেমিক বেছে নিলেন সানিয়া?

বলিউডে বায়োপিক বানানো এক বিশাল ট্রেন্ডে পরিণত হয়েছে। সঞ্জু, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, মেরি কম, সাইনা—এই সব বায়োপিক ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে…

Sania Mirza's Biopic Update: What Did the Former Tennis Player Comment?

বলিউডে বায়োপিক বানানো এক বিশাল ট্রেন্ডে পরিণত হয়েছে। সঞ্জু, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, মেরি কম, সাইনা—এই সব বায়োপিক ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে আরও এক জনপ্রিয় ক্রীড়াবিদকে নিয়ে বায়োপিক তৈরির চিন্তা বেশ কিছুদিন ধরেই চলছে। তিনি হলেন ভারতের অন্যতম সেরা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা (Sania Mirza)।

সানিয়া মির্জা (Sania Mirza) নিজের বায়োপিক (biopic) নিয়ে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, “আমি অনেকদিন ধরেই শুনছি যে আমার বায়োপিক নিয়ে চিন্তা ভাবনা করছেন পরিচালকরা। তবে এখন পর্যন্ত সরাসরি কোন অফার আসেনি।”

   

সানিয়া (Sania Mirza) সিঙ্গেল মাদার। তিনি ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। কিন্তু ১৩ বছর একসঙ্গে থাকার পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালে, তাদের বিবাহবিচ্ছেদ খবর সংবাদের শিরোনাম হয়েছিল। তাদের ইজহান নামে একটি ছেলে রয়েছে। তারা সহ-অভিভাবক বলে জানা গেছে। সাক্ষাৎকারে, সানিয়া শেয়ার করেছেন মাতৃত্ব সবসময় তার অগ্রাধিকার হবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sania Mirza (@mirzasaniar)

প্রসঙ্গত বেশ কিছু মাস আগে, সানিয়া মির্জা (Sania Mirza) কপিল শর্মা শোতে উপস্থিত হয়ে নিজের বায়োপিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। শোয়ে তিনি বলেন, “মেরি কমের বায়োপিক প্রিয়াঙ্কা চোপড়া করেছেন, সাইনার বায়োপিক পরিণীতি চোপড়া করেছেন। তাদের যদি কোনো বোন থাকে, তাহলে আমার চরিত্রে অভিনয় করতে পারেন। আর যদি না থাকে, আমি নিজেই অভিনয় করতে পারি!”

সানিয়া (Sania Mirza) aআরও বলেন, “আমার বায়োপিকে আমি সবসময় শাহরুখ খানকে দেখতে চাই আমার প্রেমিক হিসেবে। তবে যদি অক্ষয় কুমার রাজি থাকেন, সেক্ষেত্রেও আমার কোনো আপত্তি নেই। তবে, যদি শাহরুখ বা অক্ষয় অভিনয় করেন, তাহলে আমি নিজেই অভিনয় করতে চাই আমার বায়োপিকে।”