কলকাতা ফুটবল লীগে (Calcutta Football League) আরও একটি ম্যাচে জয় তুলে নিল ভবানীপুর। রবিবার পুলিশের বিরুদ্ধে ম্যাচে ৩-০ গোল জিতেছে দল। মোহনবাগানে খেলা প্রাক্তন দুই ফুটবলারের গোলে জিতেছে ভবানীপুর।
অন্যান্য বারের মতো এবারও বেশ শক্ত ভক্ত দল গঠন করেছে ভবানীপুর। প্রথম একাদশে রয়েছেন এক ঝাঁক নামকরা ফুটবলার। শুধু কলকাতার মাঠেই নয়, অভিজ্ঞ এই ফুটবলাদের অনেকে খেলেছেন দেশের জাতীয় স্তরের ক্লাবে। রিজার্ভ বেঞ্চেও ময়দানের চেনা মুখের ভিড়। তুলনায় খাতায় কলমে অনেকটাই পিছিয়ে ছিল পুলিশ দল। ম্যাচ জয়ের ব্যাপারে শুরু থেকে ভবানীপুরই ছিল ফেভারিট।
এবারের কলকাতা ফুটবল লিগে শুরুর দিকে ছন্দ খুঁজে পেতে কিছুটা অসুবিধা হয়েছিল ভবানীপুরের। তবে কোচ রঞ্জন চৌধুরীর বিশ্বাস ছিল দলের ছেলেরা ঠিকই পারবে জয়ের সরণিতে ফিরে আসতে। বাস্তবে সেটাই হচ্ছে। টুর্নামেন্টের অন্যতম দাবিদার হয়ে উঠছে কলকাতার এই ক্লাব। কল্যাণীর মাঠে খেলা শেষ হাসি লেগেছিল ভবানীপুরের কোচ, ফুটবলারের ঠোঁটে।
পুলিশের বিরুদ্ধে এদিনের ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল জিতেন মূর্মুর দল। গোল পেতে অসুবিধা হয়নি তাদের। ম্যাচ শুরু হওয়ার প্রথম কোয়ার্টারে দলকে এগিয়ে দিয়েছিলেন অরিজিৎ বাগুই। তার কিছুক্ষণ পর ভুল করে বসল পুলিশের রক্ষণভাগ। আত্মঘাতী গোলের সুবাদে ভবানীপুরের পক্ষ স্কোরলাইন হয় ২-০। তৃতীয় গোলটি করেছেন নিখিল কদম। নিখিল এবং অরিজিৎ দুজনেই এক সময় মোহনবাগানের হয়ে খেলেছেন।