Bhawanipore FC: লা লিগার সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করল ভবানীপুর

Bhawanipore FC Partners with La Liga, Strengthens Football Development

প্রীতম সাঁতরা: প্রতিভা অন্বেষণ ও ফুটবলার হিসেবে ছেলে-মেয়েদের গড়ে তোলার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল ভবানীপুর এফসি (Bhawanipore FC) প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স। লা লিগা একাডেমি স্কুলস ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।

Advertisements

এই উদ্যোগ কী এবং কেন সেটা বোঝানোর জন্য ক্যালক্যাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে রাখা হয়েছিল প্রোজেক্টর। শুধু কম বয়সী ফুটবলার তুলে নিয়ে আসাই নয়, কোচেদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই উদ্যোগ। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে স্কাউট করার কাজ করা হবে। কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ফুটবলার প্রশিক্ষণ দেওয়ার কাজে নেতৃত্ব দেবেন মিগুয়েল কাসাল। কম বয়সী ফুটবলারদের অনুশীলন করানোর পাশাপাশি তাদের পুষ্টি ও স্বাস্থ্যের ব্যাপারে যত্ন ব্যাপারে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া একাডেমির সিইও অপরূপ চক্রবর্তী বলেছেন, “ফুটবলে এগিয়ে থাকা দেশে নিজস্ব ঘরানা রয়েছে। যেমন স্প্যানিশ ফুটবল, ল্যাটিন আমেরিকান ফুটবল। আমাদের দেশের নিজস্ব ফুটবল ভাবনা তৈরি করতে হবে। ইন্ডিয়ান সুপার লিগে এখন স্প্যানিশ কোচের অধিক্য রয়েছে। সেই ধারণাতেই আমরা এগিয়ে যেতে চাই। অন্তত প্রাথমিকভাবে ছোটদের মধ্যে ফুটবল খেলার প্রয়োজনীয় বোধ গড়ে উঠুক।”

Advertisements

ভবানীপুর এফসির পক্ষ থেকে সৃঞ্জয় বসু বলেছেন, “বাংলা জুড়ে একাধিক প্লেয়ার ডেভেলপমেন্ট সেন্টার গড়বে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া। বিভিন্ন জেলায় গড়ে তোলা হবে স্কুল। এই স্কুল বা সেন্টার থেকে AIFF স্কাউটরা প্রতিভা বেছে নেওয়ার কাজ করতে পারবেন… যাদের তৈরি করা হবে অনুর্ধ ১৩, অনুর্ধ ১৫, অনুর্ধ ১৭ টুর্নামেন্টের জন্য।”