ব্যর্থতার মধ্যেও সুখবর! তিন পয়েন্ট পাচ্ছে ইস্টবেঙ্গল

হারের যন্ত্রনায় হতাশায় ভুগছে দল। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) কাছে। জামশেদপুরের বিরুদ্ধে ‘ঘুরে দাঁড়ানোর’ ম্যাচে ২-০ গোলে হেরে…

East Bengal FC CFL ব্যর্থতার মধ্যেও সুখবর! তিন পয়েন্ট পাচ্ছে ইস্টবেঙ্গল

হারের যন্ত্রনায় হতাশায় ভুগছে দল। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) কাছে। জামশেদপুরের বিরুদ্ধে ‘ঘুরে দাঁড়ানোর’ ম্যাচে ২-০ গোলে হেরে মুখ থুবড়ে পড়েছে মশাল বাহিনী।

এছাড়াও কিছুদিন আগে কার্লোস কুয়াদ্রাতের কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় আচমকা ধাক্কা খেয়েছে লাল-হলুদ শিবির। যদিও এই ব্যর্থতার মধ্যে সুখবর লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবে। সম্ভবতই আজই দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে নতুন কোচের নাম। পাশাপাশি তিন পয়েন্ট পেতে চলেছে ইস্টবেঙ্গল।

   

পুজোর আগেই সুখবৱ! কেকেআরে ফিরছেন এই তিন তারকা

ইন্ডিয়ান সুপার লিগে মশাল ধিক ধিক করে জ্বললেও। কলকাতা ফুটবল লিগে (CFL) বেশ ছন্দেই রয়েছে বিনো জর্জের দল। ৪১ পয়েন্ট নিয়ে গ্রূপ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবির। লিগে ইস্টবেঙ্গলের বাকি আর দুটি ম্যাচ, প্রতিপক্ষ সদ্য আইলিগের তৃতীয় ডিভিশনের জয়ী দল ডায়মন্ড হারবার এবং ভবানীপুর ক্লাব।

পুজোর আগেই এএফসির সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক বাগান সচিব

ইস্টবেঙ্গলের সাথে ডায়মন্ড হারবারের ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ১০ই অক্টোবর। তবে এই মুহূর্তে দুর্গাপুজোর ‘মহাআসর’ চলায় সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে পুজোর পর। আগামী ১৪ই অক্টোবর এই ম্যাচের দিনক্ষণ ঠিক করেছে কলকাতা ফুটবল লিগ কর্তৃপক্ষ।

অলিম্পিক মেডেলে জং! আক্ষেপ ভারতীয় পদক জয়ীর

আগামী ১৭ তারিখ নিজেদের ঘরের মাঠে অপর ম্যাচটি রয়েছে ভবানীপুর ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচ না হওয়ার সম্ভাবনা প্রায় একশো শতাংশ। জানা গিয়েছে ভবানীপুর ক্লাব ইস্টবেঙ্গলকে এই ম্যাচে ওয়াকওভার দিতে পারে। কারণ সেপ্টেম্বর পর্যন্ত ফুটবলার ও কোচের সঙ্গে চুক্তি ছিল ভবানীপুর ক্লাবের। তবে কলকাতা ফুটবল লিগ সময়মতো শেষ না হওয়ায় ক্লাব তাঁদের ছেড়ে দেয়। ফলে তাঁরা আর মাঠে দল নামাতে পারবে না। তাই ম্যাচ না খেলেই তিন পয়েন্ট পকেটে পুড়তে চলেছে মশাল বাহিনী।

এই ম্যাচ না হলে সুবিধা কোচ বিনো জর্জের। বর্তমানে হারের পর সিনিয়র দলকে কড়া অনুশীলনেই নিজেকে একপ্রকার ব্যস্ত রাখতে পারবেন তিনি। কারণ ১৯ অক্টোবর রয়েছে কলকাতা ডার্বি, মোহনবাগান সুপার জায়ান্টদের বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা। সেখানে ডার্বির রং লাল-হলুদ করা এবং পয়েন্ট জেতাই প্রথম এবং প্রধান লক্ষ্য অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জের।