East Bengal Club : টুর্নামেন্টের সেরা গোলকিপার ইস্টবেঙ্গলে সই না-ও করতে পারেন

East Bengal supporter

কলকাতার এক বঙ্গ সন্তান হয়েছিলেন আই লিগের সেরা গোলকিপার। তাঁকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উন্মাদনা। আগামী দিনে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন, কলকাতার কোনো ক্লাবে দেখা যাবে কি না ইত্যাদি প্রশ্ন ছিল।

Advertisements

এ বছর শেষ হওয়া আই লিগ সেরা ভাস্কর রায়ের নামের সঙ্গে অচিরেই জুড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের নাম। ময়দানের একাংশ মনে করেছিলেন, ভাস্করের গায়ে উঠবে লাল হলুদ জার্সি। কিন্তু সেটা হয়তো হচ্ছে না। সম্প্রতিতম আপডেট অনুযায়ী কলকাতার ভাস্কর ইস্টবেঙ্গল ক্লাবে হয়তো সই করছেন না।

Bhaskar Roy may not sign contract with East Bengal Club

আই লিগের পরিসংখ্যান অনুযায়ী, রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে মোট সাতটি স্কিন শিট রাখতে পেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে রক্ষিত ডাগর। চারটি ক্লিন শিট রয়েছে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই ফুটবলারের নামের পাশে।

Advertisements

দলের দূর্গ অক্ষত রাখার সময় বেশ কিছু দুর্দান্ত সেভ করেছিলেন ভাস্কর। সব মিলিয়ে মোট ৫৪ টি শট সেভ করেছেন তিনি। এ ক্ষেত্রে তাঁর ধারেকাছে নেই আই লিগের অন্য কোনো গোলরক্ষক। দ্বিতীয় স্থানে থাকা আইজলের অনুজ কুমার ৪৬ টি শট রুখেছিলেন।

আধুনিক ফুটবল শট বাঁচানো ছাড়াও গোলকিপারকে পাস বাড়াতেও জানতে হয়। ভাস্করের এ ব্যাপারেও দক্ষতা দেখিয়েছেন। গোটা টুর্নামেন্টে সফলতার সঙ্গে বাড়িয়েছেন ৩১৮ টি পাস। খেলেছেন ১ হাজার ১০৫ মিনিট।