বিশ্বের অন্যতম কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর (Fidel Castro) জীবনভর ভারতবন্ধু বলে চর্চিত। তার শাসনামলে কিউবার মন্ত্রী হিসেবে ভারত সফর করেছিলেন চে গুয়েভারা। আমেরিকার চরম শত্রু হিসেবে চিহ্নিত দ্বীপদেশ কিউবার সঙ্গে ভারতের কূটনৈতিক সুসম্পর্ক। দিল্লিতে ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী প্রীতি ফুটবল ম্যাচে চমক দিলেন কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ফুটবল ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া।
কিউবার কমিউনিস্ট শাসক ফিদেল কাস্ত্রোর জন্ম ১৯২৬ সালে। তিনি ২০১৬ সালে প্রয়াত হন। তার পরবর্তী শাসক রাউল কাস্ত্রোর জমানাও শেষ। প্রবল আমেরিকান আর্থিক অবরোধের মুখেও কিউবা এখনো সমাজতান্ত্রিক রাষ্ট্র নীতি পরিচালিত একটি দেশ।
কিংবদন্তি ফিদেলের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দিল্লি সংহতি কমিটি একাদশের সঙ্গে খেলা হলো কিউবার রাষ্ট্রদূত একাদশের। প্রধান অতিথি বাইচুং ভুটিয়া ও ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সি কে বিনীত।
খেলায় বাইচুং ভুটিয়া লাল জার্সিতে মাঠে নামেন। তার সঙ্গে অংশ নেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি আদর্শ এম সাজি মাঠে খেলেন।তাদের প্রতিপক্ষ ছিলেন কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সানসহ দূতাবাসের আধিকারিকরা।

কিউবার দূতাবাস জানিয়েছে প্রয়াত কাস্ত্রোর শততম জন্মদিন বিশ্ব জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। দিল্লিতে ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবার পক্ষ থেকে ফিদেল কাস্ত্রো সেন্টিনারি ফুটবল কাপ আয়োজন করা হয়। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন ছাত্র যুবর অংশ নেন। টাইব্রেকারে কিউবা রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন অ্যাম্বাসাডরস ইলেভেন শেষ মুহূর্তে বাইচুং নেতৃত্বাধীন সলিডারিটি কমিটির দলকে হারিয়ে দেয়।
খেলার ছবিসহ সিপিআ়ইএম সাধারণ সম্পাদক এম এ বেবি লিখেছেন এই টুর্নামেন্ট ছিল ফিদেল কাস্ত্রোর সেই স্বপ্নের প্রতি শ্রদ্ধাঞ্জলি। একটি এমন বিশ্বের স্বপ্ন, যেখানে খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে, নিপীড়িতদের উজ্জীবিত করে এবং প্রতিরোধ ও আশার সেতুবন্ধন গড়ে তোলে। এই টুর্নামেন্ট ছিল সমতা, ঐক্য ও আন্তর্জাতিক সংহতির এক উজ্জ্বল উদযাপন।