দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ভারতীয় ফুটবলের (Indian Football Team) ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন খালিদ জামিল (Khalid Jamil)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জামিল দু’বছরের জন্য ব্লু টাইগার্সদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর চুক্তিতে অতিরিক্ত এক বছর বাড়ানোর একটি অপশনও রাখা হয়েছে। প্রায় ১৩ বছর পর একজন ভারতীয় কোচ জাতীয় দলের হেড কোচের আসনে বসলেন।
তবে জামিলের এই দায়িত্ব গ্রহণের পরেই ফুটবলমহলে নানান প্রতিক্রিয়া দেখা মিলেছে। প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার খালিদের জন্য খারাপ লাগছে। ও এমন একটা সময় দলের দায়িত্ব নিচ্ছে, যখন ভারতীয় ফুটবল এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।”
ভুটিয়ার মতে, জামিলকে কোচ হিসেবে নির্বাচনের পেছনে ফেডারেশনের উদ্দেশ্য ছিল এমন একজনকে আনা, যিনি কম প্রশ্ন করবেন এবং ফেডারেশনের সিদ্ধান্তে সহজে সম্মতি দেবেন। তিনি বলেন, “আমরা ইতিমধ্যে দুইজন বিশ্বমানের কোচ ইগর স্টিমাচ এবং মানোলো মার্কুয়েজকে হারিয়েছি। যদি এরা কাজ করতে না পারেন ফেডারেশনের সঙ্গে, তাহলে ফেডারেশন এমন কাউকে আনবেই, যিনি সব শুনে নেবেন।”
নেশনস কাপ দিয়েই শুরু জামিল যুগ, প্রস্তুতিতে কবে নামছে ‘ব্লু টাইগার্স’রা ?
বাইচুং ফের সরাসরি ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের দিকেও আঙুল তোলেন। তাঁর বক্তব্য, “কল্যাণের জন্য খালিদই সঠিক পছন্দ, কারণ ভারতীয় কোচরা তেমন দাবি-দাওয়া করেন না। এখন তো এমন অবস্থা হয়েছে যে, কোচদের বেতন দেওয়ার মতোও ফেডারেশনের হাতে টাকা নেই।”
প্রসঙ্গত, জামিলের আগে স্টিফেন কনস্টান্টাইন এবং স্টেফান টারকোভিচের নাম নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত ফেডারেশন খালিদের দিকেই আস্থা রাখে। বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলের অবস্থাও বিশেষ ভালো নয়। ISL-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এবং এই পরিস্থিতিতে ফেডারেশন সভাপতিও সম্প্রতি বলেছেন, “ক্লাব ফুটবল একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তার জন্য দায়ী কিছু স্বঘোষিত সংস্কারক, যাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত।”
এমন এক পরিস্থিতিতে, ভারত আগামী ২৯ আগস্ট থেকে তাজিকিস্তান ও উজবেকিস্তানে শুরু হতে যাওয়া কাফা নেশনস কাপে অংশ নিতে চলেছে। এই টুর্নামেন্টকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলেও, বাইচুং ভুটিয়া মনে করেন সময় ও প্রস্তুতির অভাব সবকিছু গুলিয়ে দিতে পারে।তিনি বলেন, “ISL, FSDL ও নতুন কোচের সঙ্গে বসে একটা সুসমন্বিত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখন যদি হঠাৎ করে Super Cup ও ISL চালু হয়, তাহলে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের পাওয়া যাবে না। সবকিছু একটা জগাখিচুড়ি হয়ে যাবে।”
Bhaichung Bhutia Feel sorry for Khalid Jamil taking charge of Indian Football Team in tough times with attack on AIFF