Prabir Das-Geetashree Roy: টলি-নায়িকার প্রেমে মশগুল প্রবীর, কী বলছেন প্রাক্তন স্ত্রী?

বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় নায়িকা গীতশ্রী রায়ের (Geetashree Roy) প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) তারকা ফুটবলার প্রবীর দাস (Prabir Das)।

Prabir Das and Geetashree Roy in a candid photo

বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় নায়িকা গীতশ্রী রায়ের (Geetashree Roy) প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) তারকা ফুটবলার প্রবীর দাস (Prabir Das)। সেকথা কমবেশি সকলেরই জানা। চায়ের ঠেক থেকে শুরু করে টলিপাড়ার আনাচেকানাচে সবেতেই এখন চর্চা চরমে এই দুজনকে নিয়ে। তবে অতীত যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রবীর-গীতশ্রীর এই কেমিস্ট্রির মাঝেই ফের অনেকের মুখে উঠে এলো বধূ নির্যাতনের কথা।

বলা যায়, একেবারে না চাইতে ও আরও একবার ফের উঠে এলো সেই মামলার কথা। উল্লেখ্য, গত ২০১৬ সালে তনুশ্রীতনুশ্রী দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারকা ফুটবলার প্রবীর দাস। বহুদিন প্রেমের সম্পর্কের পর বিয়ের আসরে বসেছিলেন দুজনে। কিন্তু কিছু মাস যেতে না যেতেই ছন্দপতন হয় উভয়ের সম্পর্কের। এই তারকা ফুটবলারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন তনুশ্রী। এফআইআর ও দায়ের করা হয় এই ফুটবলারের নামে। এমনকি আদালত পর্যন্ত চলে যায় গোটা বিষয়টি। শেষ পর্যন্ত বিচ্ছেদ। তবে এবার টলিপাড়ার নায়িকা গীতশ্রী রায়ের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন প্রবীর।

এই প্রসঙ্গে তার প্রাক্তন স্ত্রী তনুশ্রী বলেন, আমি অনেক আগেই পর্ব থেকে বেড়িয়ে এসেছি। তাছাড়া ও যে নতুন কোনো সম্পর্কে আছে সেটা আমি শুনেছি। তবে এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এখন জীবনে এগিয়ে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য। জীবনে অনেক স্ট্রাগল করেছি। পাশাপাশি আরও বলেন, তিনি নিজেও এখন আর সিঙ্গেল নেই। আগামী কিছু মাস পরেই বিয়ের আসরে বসবেন। এখানেই শেষ না করে তিনি বলেন, ওর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই পুরোনো জীবনের দিকে আর ফিরে তাকাতে চাই না।

Advertisements

অন্যদিকে, প্রেমের জোয়ার দেখা দিয়েছে প্রবীরের জীবনে। সম্প্রতি নিজের স্যোশাল সাইটে একটি ছবি আপলোড করেন প্রবীর। যেখানে গীতশ্রীর সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে জ্বলন্ত মোমবাতির সঙ্গে দেখা দিয়েছে লাল গোলাপের সমাহার। যা দেখে বাহবা দিয়েছেন তার সতীর্থরা। এছাড়াও তাদের একটি ভিডিও যথেষ্ট প্রশংসা কুড়োয় ভক্তদের মধ্যে। এক কথায় বলতে গেলে, এখন অতীত ভুলে নতুন করে প্রেমের ছোয়া পেয়েছেন দুজনেই।