কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়াই এখন অন্যতম লক্ষ্য জেরার্ড জারাগোজার ছেলেদের। সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। যেখানে আজ ও দলের তিন কাঠির দায়িত্বে থাকছেন গুরপ্রীত সিং সিন্ধু। গতবারের মতো এবারও তাঁর উপরেই ভরসা রেখেছে আইএসএলের এই ফুটবল ক্লাব।
পাশাপাশি দলের রক্ষণভাগে থাকছেন নিখিল পূজারী, রাহুল ভেকে, অ্যালেক্স জোভানোভিক, এবং নাওরেম রোশন সিং। একইভাবে দলের মাঝমাঠের দায়িত্বে থাকছেন ভিনিথ ভেঙ্কটেশ, আলবার্তো নগুয়েরা, পেদ্রো লুইস ক্যাপো এবং সুরেশ সিং ওয়ানজাম। সেইসাথে দলের হয়ে আক্রমণভাগে ঝড় তোলার জন্য থাকছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী এবং এডগার আন্তোনিও মেন্দেজ। মূলত এই ম্যাচে জর্জ পেরেইরা দিয়াজকে রিজার্ভ বেঞ্চে রাখা হলেও প্রয়োজন অনুযায়ী তাঁকে মাঠে নামাতে পারেন কোচ।
এছাড়াও এদিন রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করছেন রোহিত দানু থেকে শুরু করে শিবশক্তি ও সানার মতো ফুটবলাররা। গত মাসে ডুরান্ড কাপের সেমিফাইনালে এই মোহনবাগান দলের কাছেই পরাজিত হতে হয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেদের। যা হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু এবার নিজেদের ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে বদলা নেওয়াই অন্যতম লক্ষ্য সুনীল ব্রিগেডের।
এই ম্যাচে জয় পেলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এফসির সঙ্গে আইএসএলের শীর্ষে ওঠার দৌড়ে চলে আসবে বেঙ্গালুরু। তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই খেলা।
TEAM NEWS 🗞️
Aleks starts at the back and the skipper leads the line as the Blues face Mohun Bagan Super Giant at the Fortress this evening 🏟️🔵#WeAreBFC #BFCMBSG #ನೀಲಿಎಂದೆಂದಿಗೂ pic.twitter.com/iz7mgg8FRN
— Bengaluru FC (@bengalurufc) September 28, 2024