২৬ সেপ্টেম্বর অ্য়াওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) ০-১ গোলে জয়ের পেয়েছিল মহামেডান এসসি (Mohammedan SC)। এরপর এগারো ম্যাচে জয়ের মুখ দেখেনি আন্দ্রে চেরনিশভের ছাত্ররা। যদিও শেষ দুই ম্যাচে শক্তিশালী ওডিশা এফসি (Odisha FC) এবং নর্থ ইস্টটেড এফসির (NorthEast United FC) বিরুদ্ধে ড্র করে কিছুটা স্বস্তি পেয়েছে সাদা-কালো ব্রিগেড। এরই মধ্যে আজ তাদের প্রতিপক্ষ শক্তিশালী বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।
কিন্তু এরই মধ্যে পয়েন্ট টেবিলের একাধিক পরিবর্তন হয়ে গিয়েছে। লিগ টেবিলের লাস্ট বয়ের তকমা ঝেড়ে ফেলেছে কলকাতা ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তেমনি লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আজ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামছে আইএসএলের এই মরসুমে নব নিযুক্ত দল মহামেডান এসসি। যদিও এদিনের এই ম্যাচ বিশেষ ভাবে তাৎপর্য পূর্ণ। কারণ এই ম্যাচের পরেই রয়েছে, আইএসএলের চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতা ময়দানের দুই ক্লাব তথা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের লড়াই। তাই মহামেডান যদি বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র কিংবা তাদেরকে পরাজিত করে। সেক্ষেত্রে ডার্বি ম্যাচের আগেই লিগ শিল্ডের দৌড়ে নিজেদের অবস্থান আগের তুলনায় বেশ কিছুটা পাকাকরে ফেলবে সবুজ-মেরুন শিবির। যদি এই ম্যাচের ফলাফল বিপরীত কিছু ঘটে, তখন বেঙ্গালুরু এফসি ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই অবস্থান করবে।
এই ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যে রুশ কোচ আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) বাছাই করা প্রথম একাদশ :
রিজার্ভ বেঞ্চে রয়েছেন গৌরব ভোরা, আমারজিৎ সিং, মনবীর সিং, ভাস্কর রয়, সাজাদ সহ আরও কয়েকজন ফুটবলার (Footballer)।