জয়ের ধারা বজায় রাখল বেঙ্গালুরু এফসি। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নেমেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। এদিন ম্যাচের প্রথমদিকেই সন্দেশ ঝিঙ্গানের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু শিবির। পরবর্তীতে দলের হয়ে ব্যবধান বাড়ান এডগার মেন্ডেজ। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেননি ব্রাইসন ফার্নান্দেজরা।
Also Read | মোহনবাগানকে হারানোর কৌশল ফাঁস জামশেদপুর কোচ জামিলের
এই জয়ের ফলে আইএসএল ফাইনালে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করে ফেলল জেরার্ড জারাগোজার ছেলেরা। বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন আলবার্তো নগুয়েরা থেকে শুরু করে রায়ান উইলিয়ামসের মতো ফুটবলাররা। তাঁদের আক্রমণাত্মক মনোভাব প্রথম থেকেই যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল মানোলোর ছেলেদের। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে বেঙ্গালুরুর আক্রমণ সামাল দিতে গিয়ে নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল আকাশ সাঙ্গওয়ানদের।
Also Read | ইন্টার কাশির বিপক্ষে দুর্দান্ত জয় পেল জামশেদপুর এফসি U13
শেষ পর্যন্ত সন্দেশ ঝিঙ্গানের আত্মঘাতী গোল যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দেয় গোয়া শিবিরকে। প্রথমার্ধের শেষে সেই একটিমাত্র গোলের ব্যবধানেই এগিয়েছিল সুনীল ব্রিগেড। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবদ্য গোল করে ব্যবধান বাড়িয়ে যান স্প্যানিশ ফরোয়ার্ড এডগার মেন্ডেজ। তাঁর গোল অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের সকল ফুটবলারদের। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি গোয়া শিবির। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই আক্রমণের তেজ বাড়াতে শুরু করে বোরহা হেরেরারা। তাঁদের আক্রমণ একটা সময় অনেকটাই চাপে ফেলে দিয়েছিল বেঙ্গালুরুকে।
তবে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থাকেন বেঙ্গালুরুর ডিফেন্ডার নামগিয়াল ভুটিয়া। এই ভারতীয় ডিফেন্ডারের সক্রিয়তার দরুন গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানেই আসে জয়। আগামী ৬ ই এপ্রিল দ্বিতীয় লেগের সেমিফাইনাল খেলতে নামবে বেঙ্গালুরু এফসি। সেখানে ও এই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে ফুটবলারদের।